সোনাগাজী প্রতিনিধি :
ফেনীর সোনাগাজীতে যথাযোগ্য মর্যাদায় ৪৭তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। সকাল ৭টায় সোনাগাজী উপজেলা চত্তরে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পন করেন জাতিয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মহাজোট মনোনীত প্রার্থী জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী।
ফেনীর সোনাগাজীতে যথাযোগ্য মর্যাদায় ৪৭তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। সকাল ৭টায় সোনাগাজী উপজেলা চত্তরে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পন করেন জাতিয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মহাজোট মনোনীত প্রার্থী জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী।
এরপর উপজেলা পরিষদ চেয়ারম্যান জেড.এম কামরুল আনাম, নির্বাহি অফিসার সোহেল পারভেজ, পৌর মেয়র এড. রফিকুল ইসলাম, মডেল থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ, বিএনপি, সোনাগাজী কলেজসহ সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক, সাংস্কৃতিক সংগঠন স্মৃতিস্তম্ভ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করেন।
সকাল ১১টায় উপজেলা প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্বাদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী।তিনি বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে এদেশের দামাল ছেলেরা মাত্র ৯মাসে সোনার বাংলাকে শত্রু করেছিল। জাতি বীর মুক্তিযোদ্বাদের কাছে চিরঋনি।
এছাড়া স্কুল, কলেজ,মাদ্রাসা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।