‘কমিউনিটি পুলিশংকে আরো শক্তিশালী করতে হবে’- প্রতিষ্ঠাবার্ষিকীর অালোচনা সভায় বক্তারা

 

 

নিজস্ব প্রতিবেদক >>

কমিউনিটি পুলিশিংকে আরো শক্তিশালি করতে হবে, প্রাণের সঞ্চারণ করতে হবে। তাহলে সত্যিকারের আইনের শাসন প্রতিষ্ঠা করা যাবে বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়। শনিবার পুলিশিং ডে উপলক্ষে ফেনীর পুলিশ লাইন মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, পুলিশ-জনগণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরী হলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে। জেলা প্রশাসক আরো বলেন, প্রতি ১১ শ’ মানুষের জন্য একজন পুলিশ কাজ করছে। একজনের পক্ষে এতমানুষের শৃঙ্খলা বজায় রাখা সম্ভব নয়। এ কাজে জনপ্রতিনিধিসহ সকলকে এগিয়ে আসতে হবে।

পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ফেনী ইউনির্ভাসিটির উপাচার্য মো. সাইফুদ্দিন শাহ, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী রিপোর্টাস ইউনিটির সভাপতি শাহজালাল রতন, ফেনী প্রেসক্লাব  সভাপতি রবিউল হক রবি, কমিউনিটি পুলিশিংয়ের আহবায়ক আইনুল কবীর শামিম।

সহাকারী পুলিশ সুপার সার্কেল (সোনাগাজী-দাগনভূঞা) জুনায়েদ কাওসারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন, ফেনী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর উৎপল কান্তি বৈদ্য, ফেনী প্রেসক্লাব (একাংশ) সভাপতি রফিকুল ইসলাম, বাহার উদ্দিন, ফেনী মডেল থানার পরিদর্শক মো. রাশেদ খান চৌধূরী, ফেনী পৌর আওয়ামীলীগ সভাপতি আবদুল করিম, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, কাউন্সিলর সাইফুর রহমান সাইফু প্রমূখ।

এছাড়া জেলা প্রতিটি থানা ও উপজেলা কমিউনিটি পুলিশিং এর কমিটির উদ্যোগে র‍্যালী এবং অালোচনা সভা অনুৃষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *