বিজয়ের মাসে ইবিতে মুক্তিযুদ্ধের চেতনার শিক্ষকদের নিরঙ্কুশ বিজয়

প্রিতম মজুমদার, ইবি :

ডিসেম্বর মাস মুক্তিযুদ্ধের চেতনার মানুষদের কাছে বিশেষ গুরুত্ববহন করে। এই বিজয়ের মাসেই ইবিতে শিক্ষক সমিতির নির্বাচনে জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ, মহান মুক্তিযুদ্ধ ও বাঙালী জাতীয়তাবাদে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরাম নিরঙ্কুশ ভাবে বিজয়ী হয়েছে।

বুধবার অনুষ্ঠিত শিক্ষক সমিতির ২০১৯ সালের কার্যকরী পরিষদ নির্বাচনে ১৫টি পদের মধ্যে ১৫ টিতে জিতেছেন শাপলা ফোরামের শিক্ষকবৃন্দ। সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. সোলায়মান রহমান  নির্বাচনী ফলাফল ঘোষণা করেন।

সভাপতি পদে শাপলা ফোরামের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. কামাল উদ্দীন পেয়েছেন ১৭৬ ভোট। তার নিকটতম প্রার্থী গ্রীণ ফোরামের আরাবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড.তোজাম্মেল হোসেন পেয়েছেন ১৫৬টি ভোট। সাধারণ সম্পাদক পদে শাপলা ফোরামের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া পান ২১৮ ভোট। তার নিকটতম প্রার্থী গ্রীণ ফোরামের ইসলামিক স্টাডিজ এ্যান্ড দাওয়াহ বিভাগের অধ্যাপক ড. অলি উল্যাহ পান ১২০ ভোট।

এদিকে শাপলা ফোরামের কামাল-আলমগীর প্যানেলের সহ-সভাপিত পদে ড. এ. এইচ. এম. আক্তারুল ইসলাম (জিল্লুর) পান ২০০ ভোট, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ড. মোহাঃ জাহাঙ্গীর হােসেন পান ১৯৭ ভোট, কোষাধ্যক্ষ পদে ড. মোঃ মামুনুর রহমান পান ২০৫ ভোট।

এছাড়াও সদস্য পদে ড. মোঃ জাকারিয়া রহমান পান ১৯০ ভোট, ড. মোঃ আনোয়ার হােসেন পান ১৮৬ ভোট, ড. মোঃ মাহবুবর রহমান পান ১৮৭ ভোট, ড.তপন কুমার জোয়ার্দ্দার পান ১৭৫ ভোট, ড. মোঃ রেজওয়ানুল ইসলাম পান ১৮৫ ভোট, ড. মোহাঃ মেহের আলী পান ১৯৭ ভোট, ড. মোঃ মাহবুবুল আরিফন পান ২০৪ ভোট, ড. শাহাদাৎ হোসেন আজাদ পান ১৯০ ভোট, মোঃ মিজানুর রহমান পান ১৮০ ভোট,জয়শ্রী সেন পান ১৯১ ভোট।

অন্যদিকে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ,স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনা অক্ষুণ্ণ রেখে গণতন্ত্র পুনরুদ্ধারে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশী জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী গ্রীন ফোরাম এর তোজাম্মেল ও অলি উল্যাহ প্যানেলে সহ-সভাপতি পদে অধ্যাপক ড. আবু সিনা পান ১৩০ ভোট, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. মিজানুর রহমান পান ১৩৬ ভোট, কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড. মোঃ ওবায়দুল ইসলাম পান ১২৫ ভোট,
এবং সদস্য পদে অধ্যাপক ড. আলীনুর রহমান পান ১৪২ ভোট, অধ্যাপক ড. শহীদ মুহাম্মাদ রেজওয়ান পান ১২২ ভোট, অধ্যাপক ড.এ কে এম মতিনুর রহমান পান ১৪৬ ভোট, অধ্যাপক ড. মমতাজুল ইসলাম পান ১৫২ ভোট, অধ্যাপক ড. আব্দুস সামাদ পান ১৪৯ ভোট, অধ্যাপক ড. নূরুন নাহার পান ১৩৭ ভোট, অধ্যাপক ড. আবু জাফর খান পান ১২৪ ভোট, অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান পান ১৩৪ ভোট, অধ্যাপক ড. মোঃরশিদুজ্জামান পান ১৫০ ভোট, অধ্যাপক ড. গাজী মোঃআরিফুজ্জামান খান পান ১৫৭ ভোট।

উল্লেখ্য সকাল ৯.৩০-দুপর১.৩০ পর্যন্ত ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। ৪০৬ জন শিক্ষকদের মধ্য ৩৫০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৪টি ভোট বাতিল বলে গণ্য হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *