বাংলারদর্পন : আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আবার ক্ষমতায় এলে সবার কর্মসংস্থান হবে। নৌকায় ভোট দিলে কেউ কোনোদিন বঞ্চিত হয় না।
বুধবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে কোটালীপাড়ায় শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় শেখ হাসিনা এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্র ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চেয়ে বলেন, নৌকায় ভোট দিলে ভবিষ্যতে কোনো কুঁড়েঘর থাকবে না। সবার কর্মসংস্থান হবে। নৌকায় ভোট দিলে কেউ কোনোদিন বঞ্চিত হয় না।
শেখ হাসিনা বলেন, আমাকে বারবার হত্যার চেষ্টা করা হয়েছে, ষড়যন্ত্র করা হয়েছে। আমি বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছি তবুও আমি ভয় পাইনি।
তিনি বলেন, আমার পিতার হত্যাকাণ্ডের পর আমি দেশে আসতে পারিনি। আমি যাতে দেশে আসতে না পারি সে জন্য আমাকে নানা নানা বাধা দেওয়া হয়েছি। এরপর ১৯৮১ সালে দেশে আসি। আমি তখন নিঃস্ব-রিক্ত। আপনাদের মাঝে খুঁজে পেয়েছিলাম আমার হারানো বাবার স্নেহ, হারানো মায়ের স্নেহ।
শেখ হাসিনা বলেন, আমাকে মারার জন্য কোটালীপাড়ায় বোমা পুঁতে রাখা হয়েছিল। যে বোমা পুঁতেছিল সেও কোটালীপাড়ার সন্তান। কিন্তু যে বোমা খুঁজে পেয়েছিল সেও একজন চায়ের দোকানদার। আমি ওই সময় প্রাণে বেঁচে গিয়েছি।