সাতক্ষীরার মুক্তিযোদ্ধাদের আহবান এমপি রবিকে বিজয়ী করার

শেখ আমিনুর হোসেন,সাতক্ষীরা ব্যুরো চীফ:

বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে জননেত্রী শেখ হাসিনা কর্তৃক সাতক্ষীরা সদর আসনে মহাজোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতিকে ভোট প্রদানের জন্য সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় শহরের মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে সদর উপজেলার মুক্তিযোদ্ধা আয়োজনে সদর উপজেলা কমান্ডার মো. হাসানুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য গণমানুষের প্রাণের নেতা বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডার মোশারফ হোসেন মশু, ডেপুটি কমান্ডার আবুবক্কর সিদ্দিক, জেলা আসদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম শওকত হোসেন, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.এ খালেক প্রমুখ। এসময় বক্তারা বলেন, ‘বাংলাদেশ আওয়ামীলীগের নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে মুক্তিযোদ্ধারা এ দেশ স্বাধীন করেছিল। তার বিনিময়ে বাঙালী জাতি পেয়েছেন স্বাধীন বাংলাদেশ লাল সবুজের পতাকা।

পেয়েছেন সংবিধান ও মানুষের বেঁচে থাকার অধিকার। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রতিক নৌকা। এই ভোট যুদ্ধ হবে স্বাধীনতার বিপক্ষের শক্তি সাথে স্বাধীনতার স্বপক্ষের শক্তির। এই বিজয়ের মাসে এই  লড়াইয়ে স্বাধীনতার স্বপক্ষের শক্তি ঐক্যবদ্ধ হয়ে একাত্তরের ঐ নরঘাতক প্রেত্বাতাদের পরাজিত করতে হবে এবং সদর ২ আসনে নৌকার মাঝি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির নৌকাকে বিজয়ী করতে হবে। সদর আসনে ভোট বিপ্লবের মাধ্যমে নৌকার মাঝি বীর মুক্তিযোদ্ধা এমপি রবিকে বিজয়ী করার আহবান জানান মুক্তিযোদ্ধারা।’

 

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এবিএম আব্দুর রাজ্জাক, অধ্যাপক সুভাষ সরকার, আলতাপ হোসেন, অ্যাডভোকেট মোস্তফা নুরুল আলম, জি.এম আব্দুল গফুর, আব্দুল মোমিন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কমান্ডার মো. আব্দুর রশিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *