সৈয়দ মনির অাহমদ :
অাজ ১১ ডিসেম্বর। শহীদ নুরুল অাবছার দিবস। ১৯৭১সালের ১৬ই ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জনের আগ মুহুর্তে ১১ ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল অাবছারকে সোনাগাজী থানার ভেতরে গুলি করে কতিপয় মুক্তিযোদ্ধারা। ঘটনাস্থলে তিনি নিহত হন। দিবসটি পালন উপলক্ষ্যে অাজ সোনাগাজীতে মডেল থানা জামে মসজিদে ‘নুরুল আবছার স্মৃতি পরিষদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুৃষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেনসহ মুক্তিযোদ্ধা, গনমাধ্যম কর্মী, ও বিপুল সংখ্যক মুসুল্লি উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, মুক্তিযোদ্ধা কমান্ডার শহীদ নুরুল অাবছার সদর ইউনিয়নের ফরাজী বাড়ীর মৌলভী অাহম্মদ করিমের ছেলে। ৬ ভাই ও ১ বোনের মধ্যে তিনি ২য়। ১৯৭১ সালে ফেনী সরকারি কলেজের মেধাবী ছাত্র ও ছাত্রলীগের নেতা ছিলেন। ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক দিক নির্দেশনামুলক ভাষন ও ২৬ মার্চে বঙ্গবন্ধু কর্তৃক স্বাধীনতা ঘোষনার পর তৎকালীন সংসদ সদস্য মাস্টার এবিএম তালেব অালীর ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেন। ১৯৭১এর এপ্রিলে সোনাগাজী থেকে সর্বপ্রথম তিনি প্রশিক্ষনের জন্য ভারতের চোত্তাখোলা ক্যাম্পে যান। প্রশিক্ষন শেষে দেশে ফিরে সোনাগাজীর সোনাপুর গ্রামে রশিদ মেম্বার বাড়ীতে ক্যাম্প স্থাপন করেন। তিনি এফএফ ফোর্সের গেরিলা কমান্ডার ছিলেন।
নুরুল অাবছার ও তার সহযোদ্ধাদের সাহসী নেতৃত্বে ফেনীর অাগেই ৫ ডিসেম্বর সোনাগাজী হানাদার মুক্ত হয়।
দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে ১৯৭১সালে ১৬ই ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জনের আগ মুহুর্তে ১১ ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধা নুরুল অাবছারকে সোনাগাজী থানার ভেতরে গুলি করে হত্যা করা হয়।
পৌরসভাস্থ হাসপাতাল কমপ্লেক্স সংলগ্ন ডাঃ দানিয়েল বাড়ীর পারিবারিক কবরস্থানে তিনি চিরনিন্দ্রায় শায়ীত অাছেন।