শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ:
সাতক্ষীরার চারটি সংসদীয় আসনের ২১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রার্থীদের হাতে এ প্রতিক তুলে দেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল জানান, সাতক্ষীরা-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবের হাতে ধানের শীষ, ওয়ার্কাস পার্টির প্রার্থী অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহর হাতে নৌকা, জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ দিদার বখতের হাতে লাঙ্গল, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন প্রার্থী এ.এফ.এম আসাদুল হকের হাতে হাতপাখা, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) প্রার্থী আব্দুর রশিদের হাতে আম ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মো. আজিজুর রহমানকে কাস্ত প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে।
সাতক্ষীরা-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবিকে নৌকা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালককে ধানের শীষ, জাতীয় পার্টির শেখ মাতলুব হাসান লিয়নকে লাঙ্গল, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) নিত্যানদ সরকারকে মই, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের মুফতী রবিউল ইসলামকে হাত পাখা, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. জুলফিকার রহমানকে আম প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
সাতক্ষীরা-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী ডাঃ মো. শহিদুল আলমকে ধানের শীষ, বাংলাদেশ আওয়ামী লীগের ডা. আ ফ ম রুহুল হককে নৌকা ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের মো. ইসহাক আলী সরদারকে হাত পাখা প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
সাতক্ষীরা-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) গাজী নজরুল ইসলামকে ধানের শীষ, বাংলাদেশ আওয়ামী লীগের এসএম জগলুল হায়দারকে নৌকা, জাতীয় পার্টি মো. আব্দুস সাত্তার মোড়লকে লাঙ্গল, বিকল্পধারা বাংলাদেশের এইচএম গোলাম রেজাকে কুলা, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল করিমকে হাত পাখা ও প্রগতিশীল গণতান্ত্রিক দল-পিডিপি’র মো. রবিউল ইসলাম জোয়াদ্দারকে বাঘ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।