শেখ আমিনুর হোসেন,সাতক্ষীরা ব্যুরো চীফ : আজ ৬ ডিসেম্বর সাতক্ষীরার কলারোয়া উপজেলা মুক্ত দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আবু আহমেদ, কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, তালা উপজেলা কমান্ডার মফিজউদ্দিন।
বক্তরা দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সন্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে সাধারন মানুষকে রুখে দাড়াতে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। এর আগে সকালে এক বর্নাঢ্য র্যালী বের হয় কলারোয়া উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
এদিকে, দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে বৃহষ্পতিবার দুপুরে দেবহাটা মুক্ত দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালী শেষে দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব আব্দুল গনির সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন, সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান। অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশাররফ হাসান মশু, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মাবুদ গাজী, সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ মোঃ ইয়াছিন আলী, দেবহাটা থানার ওসি সেয়দ মান্নান আলী প্রমুখ।