৫০০ বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান

নিউজ ডেস্কঃ

   

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে আওয়ামী লীগে যোগদান করেছেন বরিশালের গৌরনদী উপজেলার ৫ শতাধিক বিএনপির নেতাকর্মী ও সমর্থক।

গৌরনদী বাসস্ট্যান্ড চত্ত্বরে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালামের নেতৃত্বে তিন শতাধিক নেতাকর্মী-সমর্থক উপজেলা আওয়ামী লীগ সভাপতি এইচ এম জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক পৌর মেয়র হারিছুর রহমানের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।

এছাড়া গৌরনদী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গাজী তৌফিক ইকবাল সজলের নেতৃত্বে উপজেলা বিএনপি নেতা সাবেক কাউন্সিলর আব্দুল হাকিম খান তার দুই শতাধিক বিএনপি কর্মী-সমর্থক নিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।

এ সময় অন্যান্যের মধ্যে নলচিড়া ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক কামরুল ইসলাম এবং উপজেলা ছাত্রলীগ সভাপতি জোবায়ের ইসলাম সান্টু ভূঁইয়া উপস্থিত ছিলেন।

অপরদিকে বুধবার বিকেলে নোয়াখালি জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের হাতে ফুলদিয়ে আওয়ামীলীগে যোগদিয়েছেন ৫শতাধিক বিএনপি নেতাকর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *