সুনামগঞ্জ-২ আসনে জয়া, নাছির,পাবেল  সহ বিভিন্ন প্রার্থীর শোডাউন করে মনোনয়নপত্র জমা

নাইম তালুকদার, সুনামগঞ্জ :

 

 

আজ (২৮নভেম্বর) বুধবার, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী  সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরী ও আওয়ামীলীগের নৌকার প্রার্থী বর্তমান এমপি ড.জয়াসেন গুপ্তা ব্যাপক নেতাকর্মী ও সমর্থক নিয়ে শোডাউন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এছাড়াও বিএনপির ২য় প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল থানা রোডের নিজস্ব কার্যালয় থেকে অনুসারী নেতাকর্মী নিয়ে দুপুর ১২টার দিকে মনোনয়নপত্র জমা দেন। একি সময়ে ইসলামী আন্দোলনের হাতপাখার প্রার্থী আলহাজ্ব মাও.মো.আব্দুল হাই আল-হাদী জেলা ও উপজেলা নেতৃবৃন্দকে নিয়ে এবং  গনতন্ত্রী পার্টির মনোনীত প্রার্থী ও সিলেট শাখার সহ সাধারণ সম্পাদক গোলজার আহমাদ কলেজ রোডস্থ দলীয় প্রধান কার্যালয় হতে নেতাকর্মী বেষ্টিত হয়ে দুপুর ১টার দিকে মনোনয়ন পত্র দাখিল করেছেন।

অপর দিকে গত ২৬ নভেম্বর বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি’র সিলেট জালালাবাদ থানার সম্পাদক ও দিরাই কলেজের সাবেক ভিপি নিরঞ্জন দাস খোকন সহকারি রির্টানিং অফিসার ও দিরাই উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলামের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

সকাল ১০ টা থেকে দিরাই শাল্লার বিভিন্ন এলাকা থেকে দলবদ্ধভাবে বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সমর্থকদের শোডাউন করে নৌকা ও ধানের শীষের শ্লোগানে মুখরিত করে নিজ নিজ দলীয় কার্যালয়ে জমায়েত হতে থাকে। বেলা বাড়ার সাথে সাথে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি থানা রোডের আওয়ামীলীগের দলীয় প্রধান কার্যালয় ও এমপি জয়াসেন গুপ্তার বাসভবনের মাঠ লোকে লোকারণ্য হয়ে যায়।

অপর দিকে থানা রোডস্থ কৃষি ব্যাংক সংলগ্ন বিএনপির দলীয় প্রধান কার্যালয়ের ছাদে ও রেন্টিতলার আসপাশের এলাকাজুড়ে নেতাকর্মী ও সমর্থকদের পদচারনায় মুখরিত হয়ে উঠে। তাজা ধানের শীষ নিয়ে অনেকে সেল্ফি তুলে হইহুল্লোড় করে মাতিয়ে রাখে এলাকাকে।

আওয়ামীলীগের একটি নির্ভর যোগ্য সূত্র নিশ্চিত করেছে ড.জয়াসেন গুপ্তা এমপি আজ মনোনয়ন জমা দানে অংশ গ্রহণের জন্য দলের মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতাকারী বিরোধী বলয়ের প্রার্থীদেরকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন কিন্তু জয়ার বিপরীতে মনোনয়ন প্রত্যাশীরা তার আমন্ত্রণ প্রত্যাখ্যান করে অনুপস্থিত থাকেন। এমনকি তাদের অনুসারী নেতাকর্মী কাউকেও দেখা যায়নি মনোনয়ন জমাদানের শোডাউনে। রাজনৈতিক সচেতন মহলের মতে জয়াসেন বলয় নির্বাচনে যদি নিজ দলের অভিমানী নেতাকর্মীদেরকে অভিমান ভাঙ্গিয়ে সক্রিয় করতে না পারেন তাহলে বিএনপির হেভিওয়েট প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী সাথে নির্বাচনী লড়াই সহজ হবে না এমনকি নৌকা হেড়ে যেতে পারে আওয়ামীলীগের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *