রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান চলাকালীন সময়ে একশত ৫০ পিচ ইয়াবাসহ কাজল হোসেন (২৭) নামের মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত কাজল হোসেন বিলপালশা গ্রামের হাফিজুর রহমান ওরফে কালির ছেলে।
জানা গেছে, নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র অফিসার ইনচার্জ জাকিরুল ইসলামের নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে উপজেলার বানিয়াপাড়া ব্রিজে পার্শ্বে অভিযান চালিয়ে একশত ৫০ পিচ ইয়াবা সহ কাজল হোসেনকে গ্রেফতার করা হয়। এব্যাপারে নওগাঁ জেলা ডিবি পুলিশের এএসআই হারেজ বাদি হয়ে রাণীনগর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করে।
রাণীনগরে ইয়াবাসহ যুবক গ্রেফতার
