বিএনপি গৃহযুদ্ধের উসকানি দিচ্ছে : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, বিএনপি নির্বাচনী কেন্দ্র পাহারার নামে দেশে গৃহযুদ্ধের উসকানি দিচ্ছে।

আজ বৃহস্পতিবার সকালে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে এক আন্তর্জাতিক সেমিনারে ওবায়দুল কাদের এই মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির নেতারা বিভিন্ন জায়গায় আক্রমণাত্মক বক্তব্য দিয়ে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। তাঁরা বলছেন, নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্রে ৩০০ থেকে ৪০০ নেতা-কর্মী অবস্থান করবেন। আওয়ামী লীগ যদি একইভাবে দলীয় নেতা-কর্মীদের কেন্দ্রে অবস্থান নিতে বলে, তাহলে কি গৃহযুদ্ধ হবে না?

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ভাষ্য, ঐক্যফ্রন্টের সবকিছু নিয়ন্ত্রিত হচ্ছে লন্ডন থেকে। জোটটির শীর্ষ নেতা ড. কামাল হোসেনসহ ঐক্যফ্রন্টের অন্য নেতাদের এক কানাকড়ি দামও নেই। বিএনপি তাঁদের ব্যবহার করছে।

নির্বাচন কমিশনের (ইসি) বিষয়ে ওবায়দুল কাদের বলেন, কমিশনের আচরণ এখনো আওয়ামী লীগের কাছে পক্ষপাতমূলক মনে হচ্ছে না। তারেক রহমানের বিষয়টি নির্বাচন কমিশনে আওয়ামী লীগ অভিযোগ করলেও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) কাভার না করায় এ বিষয়ে ভিন্ন পথে সমাধান খুঁজছে তাঁর দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *