মুদ্রার এপিঠ ওপিঠ জামায়াত -বিএনপি | বাংলারদর্পন

নিউজ ডেস্কঃ

জামায়াত-বিএনপি একই মায়ের দুই সন্তান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার এমন বক্তব্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইংল্যান্ডের বার্মিংহামে এক কর্মী সভায় জামায়াত-শিবিরসহ বিভিন্ন দলের সদস্যদের সামনে ব্যারিস্টার রুমিন ফারহানার দেয়া একটি বক্তব্যের ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর তোলপাড় শুরু হয়েছে। এদিকে ভিডিওটি নিজের বলে স্বীকার করেছেন বিএনপির এই নেত্রী।

ভিডিওতে দেখা যায়, ইংল্যান্ডের বার্মিংহামে এক কর্মী সভায় ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপি ও জামায়াতের মধ্যে দূরত্ব সৃষ্টি হওয়া প্রসঙ্গে বলছেন, বিএনপি কিংবা জামায়াত বা ইসলামিক পার্টি একই মায়ের দুই সন্তান। দুই ভাইয়ের মধ্যে কোন দূরত্ব হতে পারে না, দুই ভাইয়ের মধ্যে মান অভিমান হতে পারে, মতান্তর থাকতে পারে। দুই ভাই একত্রে বসলে কোন বিষয়ে একমত হতে পারে না সেটা বিশ্বাস করেন না তিনি। কমন শত্রু যেহেতু একটা, কমন গোল যেহেতু একটা, তাহলে দুই দলের মধ্যে দূরত্ব সৃষ্টি হতে পারে না। মতান্তর হতে পারে।

জামায়াত নেতা যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেইন সাঈদী বলেছিলেন, ‘বিএনপি ও জামায়াত একই মায়ের পেটের দুই ভাই’। এ দুই ভাইয়ের মধ্যে কে অগ্রজ আর কে অনুজ সেটা অবশ্য সাঈদী বলেননি। তবে সাঈদী এটা বলেছিলেন যে, বাস্তবে এই দুই দলের মধ্যে নীতিগত কোন পার্থক্য নেই। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। অপর দিকে জামায়াতে ইসলামীও বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করতে চায়। আদর্শের বিচারে তাই দুই দলের মধ্যে কোন পার্থক্য নেই। তাই বিএনপির সঙ্গে জামায়াতের সম্পর্ক নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই।

বিএনপির কোন নেতা সাঈদীর এই বক্তব্যেও আজ পর্যন্ত প্রতিবাদ করেননি। উল্টো তারেক রহমান এই কথার সঙ্গে সুর মিলিয়ে বলেছিলেন, ‘বিএনপি ও জামায়াত একই মায়ের পেটের দুই ভাই’।

স্বাধীনতাবিরোধী জামায়াত এবং বিএনপি যে একই রসুন এর দুই কোয়া সেটা সবার জানা আর এখন তাদের সাথে যুক্ত হয়েছে ড. কামাল, মাহমুদুর রহমান মান্না, কাদের সিদ্দিকীরা। জনগণের সামনে মিডিয়া নির্ভর এই নেতাদের মুখোশ উম্মোচিত হয়েছে। অতি শ্রীঘই এরা নিপতিত হবে ইতিহাসের আস্তাকুড়ে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেই জনগণ সেটার প্রমান দিবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *