আবারো মহাজোট ক্ষমতায় আসবে শতভাগ নিশ্চিত :  মাসুদ উদ্দিন চৌধুরী

নিউজ ডেস্ক : ওয়ান ইলেভেন সরকারের সময়ে আলোচিত লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী মনে করেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার একশত এক ভাগ নিশ্চিত নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে। না আসলে তা হবে মিরাক্যাল, অতি আশ্চর্য বিষয়। তিনি বলেন, ১০ বছরে সরকার যে উন্নয়ন করেছে, বিগত ৪৭ বছরেও এদেশে এতো উন্নয়ন হয়নি। তাই জনগণ উন্নয়ন অব্যাহত রাখতেই এ সরকারকে ভোট দেবে। মাসুদ উদ্দিন চৌধুরী শনিবার বিকেলে বনানীতে তার দপ্তরে এ প্রতিবেদকের সঙ্গে সাক্ষাতকারে এ কথা বলেন। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে মহাজোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করবেন ।

রাজনীতিতে হঠাৎ আসা প্রসঙ্গে তিনি বলেন, সামরিক কর্মকর্তা থাকতে কখনো ভাবিনি রাজনীতিতে আসবো। এলাকাবাসীর চাওয়াতেই রাজনীতিতে যোগ দিয়েছি। এলাকাবাসী চায় রাজনীতিতে যোগ দিয়ে সংসদ নির্বাচিত হলে সেবা দেওয়ার পাশাপাশি উন্নয়নমূলক কাজ করি। ২০০৭-২০০৮ সালে একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা হয়েও এলাকার উন্নয়নমূলক কাজ করেছি। এলাকাটি সন্ত্রাসের জনপদ, মৃত্যুকূপ হিসেবে পরিচিত। তাই তারা এর থেকে মুক্তি পেতে চায়। আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র কেনার পর কেনো জাতীয় পার্টি থেকে মনোনয়ন নিলেন এ প্রসঙ্গে মাসুদ চৌধুরী বলেন, এ আসনটি মহাজোটের, তাই জাতীয় পার্টি থেকে মনোনয়ন নেওয়া। মূলবিষয় জনপ্রতিনিধি হয়ে কাজ করা। আমি মনে করি সামনে মানুষ ফেনীকে মডেল জেলা হিসেবে দেখবে।

তিনি বলেন, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে, তার প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টু। তিনি বলেন, শুক্রবার তাঁর সঙ্গে  কথা হয়েছে এলাকার বিষয়ে। তাঁর সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক। এলাকাবাসী এবার দুই ভদ্রলোকের নির্বাচন দেখবে বলে তিনি মনে করেন।

উল্লেখ্য, মাসুদ উদ্দিন চৌধুরী লাঙ্গলের মনোনয়ন নেওয়ার পর দলের প্রেসিডিয়াম পদ পান এবং পার্টির চেয়রাম্যান এরশাদের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *