সোনাগাজীতে  ধৃত ছিনতাইকারীদের কারাগারে প্রেরন

ফেনী প্রতিনিধি :

ফেনীর সোনাগাজী উপজেলার অামিরাবাদ ইউনিয়নের মুহুরী প্রজেক্ট এলাকায় ছিনতাইকালে ৬ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে মুহুরী প্রজেক্ট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে মিরসরাই, জোরারগঞ্জ, সোনাগাজীর বিভিন্ন এলাকা থেকে বেশ কিছু পর্যটক নারী-পুরুষ মুহুরী প্রজেক্টের বিনোদন এলাকায় ঘুরতে আসলে ছিনতাইকারীরা তাদের অস্ত্রের ভয় দেখিয়ে ২টি মোটল সাইকেল, ৬টি মোবাইল, নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। খবর পেয়ে  পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে  ৬ ছিনতাইকারীকে আটক করে।
ধৃতরা হচ্ছে  মোবারক হোসেনের ছেলে অাবু ছায়েদ  মিঠু (২০) অাবু তাহেরের ছেলে তানভীর (২২) সাহাবুদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন মুন্না (২১) নিজাম উদ্দিনের ছেলে রিফাত (১৮) নুরুল করিমের ছেলে আলমগীর ও (১৯) অাবদুল মতিনের ছেলে নাজীম উদ্দিন  (২৩)। এসময় ছিনতাইকারীদের হামলায় আহত দর্শনার্থীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

মুহুরী প্রজেক্ট পুলিশ ক্যাম্পের এএসআই মো: মহসীন জানান, আটককৃত ছয় ছিনতাইকারীকে সোনাগাজী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সোনাগাজী মডেল থানার ওসি তদন্ত মামুন রহমান  জানান, সোনাগাজীর একমাত্র বিনোদন স্থান মুহুরী প্রজেক্ট এলাকায় বিভিন্ন স্থান থেকে ঘুরতে আসা বিভিন্ন ভ্রমণ পিপাষুদেরকে কৌশলে প্রতারণার ফাঁদে ফেলে একটি চক্র দীর্ঘ দিন থেকে হয়রানি ও ছিনতাই করে আসছে। বুধবার ধৃতদের ফেনী অাদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *