আওয়ামীলীগ ঐক্যবদ্ধ থাকলে ফেনীর তিনটি আসনে নৌকার প্রার্থী জিতবে

ফেনী প্রতিনিধি :

সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের আয়োজনে নবাবপুর বিসি লাহা স্কুল মাঠে ১নভেম্বর বৃহস্পতিবার বিকালে জনসভা অনুৃষ্ঠিত হয়। উক্ত জনসভায় প্রধান অতিথি ছিলেন, আলাউদ্দিন আহমেদ চৌধুরি নাসিম। তিনি বলেন, অতিতের মত আওয়ামীলীগ ঐক্যবদ্ধ থাকলে ফেনীর তিনটি আসনে নৌকার প্রার্থী জয়লাভ করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নিজাম হাজারী এমপি, জাহান আরা সুরমা এমপিসহ, সাবেক এমপি পান্না কায়সার, জেলা আ’লীগের সভাপতি- আবদুর রহমান, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবুল বাশার, অভিনেত্রী শমী কায়সার, ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জহির উদ্দিন মাহমুদ লিপটন , উপজেলা চেয়ারম্যান কামরুল আনাম, সোহেল চৌধুরি,  দিদারুল কবির রতন,যুক্তরাষ্ট্র আ’লীগ নেতা নিজাম চৌধুরি । 

উপজেলা অা’লীগের সভাপতি রুহুল আমিন’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এড. রফিকুল ইসলাম খোকনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন,   উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক- শেখ আবদুল হালিম, প্রচার সম্পাদক সৈয়দ দীন মোহাম্মদ, ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল, ছাত্রলীগ সভাপতি রবিন চৌধুরি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *