বর্নাঢ্য অায়োজনে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির সেমিনার ও সাংস্কৃতিক উৎসব পালিত

 

ফেনী প্রতিনিধি : অান্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উদ্যোগে বর্নাঢ্য অায়োজনে   ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে “দক্ষিন এশিয়ার নিরাপত্তা ও বিশ্ব মানবাধিকার শীর্ষক জাতীয় সেমিনার, গুনিজন সংবর্ধনা ও মানবাধিকার বিষয়ক সাংস্কৃতিক উৎসব পালিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,  হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ।

সংস্থার অতিরিক্ত নির্বাহী পরিচালক কাজী মিজানুর রহমান মিস্টার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ডিসি (অব.) আহসান উল্যাহ, সংস্থার সহকারী পরিচালক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের যুগ্ন সাধারন সম্পাদক অামিনুল ইসলাম অাহাদ, ফেনী জেলা মফস্বল সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক সিদ্দিক অাল মামুন, সোনাগাজী প্রেসক্লাব সভাপতি সৈয়দ মনির অাহমদ, নজরুল একাডেমি ফেনী জেলা কমিটির সাধারন সম্পাদক  সমকাল প্রতিনিধি জহিরুল ইসলাম জাহাঙ্গীর, সহকারী পরিচালক ও কুমিল্লা জেলা শাখার সাধারন সম্পাদক অালমগীর চৌধুরী, পরিচালক কবি রোকেয়া রহমান কেয়া, নাজির অাহম্মদ, সিনিয়র সহকারি পরিচালক অালী অাশ্রাফ পাটোয়ারী,  সহকারি পরিচালক মোহাম্মদ ইউছুফ, ফেনী জেলা সমন্বয়ক কবি মো. ইসহাক মজুমদার, সংস্থার রিপোর্টার মিজানুর রহমান চৌধুরী,  ফেনী প্রেসক্লাব সভাপতি অাজাদ মালদার, প্রচার সম্পাদক জাবেদ হোসেন মামুন,   ইয়ুথ জার্নালিস্ট ফোরামের সাধারন সম্পাদক শাহজালাল ভুঞা, বিটিভির গীতিকার ও কবি ইকবাল চৌধুরী, সংস্থার ফেনী জেলা সভাপতি ওমর ফারুক ভুঞা, সোনাগাজী উপজেলা সভাপতি অাফতাব উদ্দিন মোমিন ভুঞা, ছাগলনাইয়া সভাপতি ওয়াজি উল্যাহ, সাধারন সম্পাদক আবুল কালাম , মুক্তিযোদ্ধা কমান্ডার শরিয়ত উল্যাহ বাঙালি ।

অারো উপস্থিত ছিলেন, কবি সাহিদা সাম্য লিনা, তানিয়া ইসলাম, মফস্বল সাংবাদিক ফোরাম সোনাগাজী উপজেলা শাখার সাধারন সম্পাদক জহিরুল হক খান সজিব, ইনকিলাব প্রতিনিধি নিজাম উদ্দিন,সমকাল প্রতিনিধি ইমাম হোসেন কচি,,  সোনাগাজী উপজেলা সাহিত্য ফোরামের সভাপতি গাজী মো. হানিফ, কবি উম্মে কুলছুম মুন্নি, মানবাধিকার কর্মী নুরুল অাবছার সোহাগ, সংস্থার ফেনী জেলা পরিদর্শক ব্যাংকার কৃঞ্চপদ দাস প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সংস্থার চেয়ারম্যান , বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে এগিয়ে অাশার অাহ্বান জানান।

অন্যান্য বক্তাগন মানবাধিকার বিষয়ক সচেতনতা সৃষ্টিতে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কর্মকান্ডের প্রশংসা করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে মামুন মিয়াজির পরিচালনায় সাইলেন্ট রাকার ব্যান্ড সঙ্গীতের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় হাজার হাজার দর্শকস্রোতা মুগ্ধ হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *