আবার আসিব ফিরে ধানসিড়িটির তীরে এই বাংলায় – সংসদে প্রধানমন্ত্রীর সমাপনী ভাষন

নিউজ ডেস্কঃ

তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য ক`রে যাব আমি’ এবং ‘আবার আসিব ফিরে ধানসিড়িটির তীরে এই বাংলায়।’

প্রথম লাইন দুটি কবি সুকান্ত ভট্টচার্যের ছাড়পত্র কবিতার। আর দ্বিতীয় অংশটি কবি জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে কবিতার। বিখ্যাত দুই কবির কবিতার লাইনগুলো বলেই দশম জাতীয় সংসদের ২৩তম ও শেষ অধিবেশনের সমাপনী ভাষণ শেষ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার দুপুরে দশম জাতীয় সংসদের শেষ অধিবেশন শুরু হয়। রাত ৯ টায় প্রধানমন্ত্রী তাঁর বক্তব্য শুরু করেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বক্তৃতায় বলেন, আগামীতে ক্ষমতায় আসলে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব। বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত।

সংসদের ভাষণে প্রধানমন্ত্রী আরও বলেন, দিন বদলের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে আওয়ামী লীগ দিন বদলের সনদ বাস্তবায়ন করেছে।

শেখ হাসিনা বলেন, আজ দারিদ্র্যের হার কমিয়ে এনেছি। মানুষ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছে। শিল্প খাত এগিয়ে যাচ্ছে। কর্মসংস্থান তৈরি হচ্ছে।

ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দেওয়ায় কটূক্তি শুনতে হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমরা ক্ষমতায় আসার পর সব উন্নয়ন হয়েছে। সব কটূক্তির পরও ডিজিটাল বাংলাদেশ আজ বাস্তব। আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। আজ আমরা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *