দক্ষিন আফ্রিকায় নিহতদের দাফন সম্পন্ন 

গাজী মোঃ হানিফ:

 

দক্ষিন আফ্রিকায় নিগ্রো সন্ত্রাসীদের হামলা ও অগ্নিসংযোগে নিহত সোনাগাজী উপজেলার মজলিশপুর ইউপির আবুল খায়ের সওদাগরের  ছেলে আনোয়ার হোসেন(২৮) ও মোশারফ হোসেন (২৫) এবং তাদের মামা দাগণভু্ঁইয়ার মনিরুল হক কে অশ্রুসিক্ত ভাবে  দাফনের মাধ্যমে শেষ বিদায় জানালো সোনাগাজী ও দাগনভুঁইয়াবাসী।

 

শুক্রবার সকাল ১০টায় ফাজিলের ঘাট জামে মসজিদের সামনে- কফিনে মোড়ানো তিনটি লাশ দেখতে হাজার হাজার নারী পুরুষ ভীড় জমায়।

 

গত ১০ বছর পূর্বে আনোয়ার হোসেন সর্বপ্রথম দক্ষিন আফ্রিকা যায়। সেখানে নিজে প্রতিষ্ঠিত হয়ে ছোট ভাই সাইদ হোসেন ও মোশারফ হোসেন কে নিয়ে যায়। তিন ভাই মিলে নর্থওয়েস্ট প্রদেশের ব্রিটস শহরে একাধিক ব্যাবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিল।

সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, দাগনভুঁইয়া থানার অফিসার ইনচার্জ আবু সালেহ পাঠান, দাগনভুঁইয়া পৌর মেয়র ওমর ফারুক, সদর ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাগণ জানাজায় অংশ গ্রহন করেন। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *