শেখ আমিনুর হোসেন,সাতক্ষীরা ব্যুরো চীফ:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমাণ্ডার ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ নাসিরউদ্দিন হৃদরোগ আক্রান্ত হয়ে মত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। বুধবার রাত ১১টায় কালিগঞ্জ উপজেলার ভাড়াসিমলা গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন। মত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর। তার বাবার নাম রমজান আলী। মত্যুকালে তিনি স্ত্রী ,দু’ ছেলেও দু’ মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহীকে রেখে গেছেন।
মুক্তিযাদ্ধা খান আসাদুর রহমান জানান, শেখ নাসিরউদ্দিন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভারতে প্রশিক্ষণ শেষে দেশেে ফিরে পাক সেনাদের বিরুদ্ধে সম্মুখে যুদ্ধে অবস্হান নেন। কয়েক বছর ধরে তিনি উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডারের দায়িত্ব পালন করেন। বৃহষ্পতিবার কারবালা ফুটবল মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে তাকে গার্ড অব অনার প্রদর্শণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মারুফা শাহীন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মুনসুর আহম্মেদ। জানাজায় অংশনেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মুনসুর আহম্মেদ, জেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার মশিউর রহমান মশু, ডেপুটি কমাণ্ডার আবু বক্কর ছিদ্দিক, আওয়ামী লীগ নেতা আতাউল হক দোলন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী, উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার মুক্তিযোদ্ধা শেখ ওয়াহেদুজ্জামান, ডেপুটি মুক্তিযোদ্ধা কমাণ্ডার আব্দুল হাকিম। মরহুমের জানাযায় হাজারো মানুষ অংশ নেন। বাদযোহর পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
এ দিকে তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজি: নং ৫৮৩/০৪) ও কালিগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতিদাতাগন হলেন, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃশহিদুল ইসলাম (দৈনিক প্রবাহ), সাধারন সম্পাদক শেখ আমিনুর হোসেন (দৈনিক তৃতীয় মাত্রা ও দৈনিক পত্রদূত), সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস (সাপ্তাহিক দখিনার দূত), সহ-সভাপতি মুক্তিযোদ্বা কাজী নাছির উদ্দীন (দৈনিক আমার সংবাদ), যুগ্ন-সম্পাদক শেখ বেলাল হোসেন (দৈনিক গণজাগরণ ও দৈনিক পত্রদূত), সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া (দৈনিক বঙ্গজননী), অর্থ সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল (দৈনিক কাফেলা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফিজুল ইসলাম আক্কাজ (দৈনিক আজকের সাতক্ষীরা), কার্য্য নির্বাহী সদস্য মোঃআবুল কালাম (সাপ্তাহিক মুক্তস্বাধীন),আনিছুর রহমান তাজু (দৈনিক যুগের বার্তা), আরীফ মাহমুদ (দৈনিক যায়যায়দিন, দৈনিক পত্রদূত), মোঃ আব্দুল মতিন (দৈনিক যায়যায়দিন, দৈনিক দেশ সংযোগ) মোঃ হেলাল উদ্দীন (ক্রাইম প্রতিদিন, সিপি টি ভি), কাজী ফখরুল ইসলাম রিপন (দৈনিক সোনালীবার্তা) ও এ এইচ এম তুমু (দৈনিক তৃতীয় মাত্রা) ও কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি নিয়াজ কওছার তুহিন, সহ- সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু, সহ-সাধারন সম্পাদক ইকবাল আলম বাবলু, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন প্রমুখ।