মান্নান ভূঁইয়ার মত বিএনপির ক্ষতি করবেন ড. কামাল, বিশেষজ্ঞদের শঙ্কা প্রকাশ

নিউজ ডেস্ক: বিএনপিকে ভেঙে পরনির্ভরশীল দল বানাতে মান্নান ভূঁইয়ারা যা পুরোপুরি করতে পারেননি, এখন ড. কামাল সেটি করছেন বলে মন্তব্য করেছেন একাধিক রাজনৈতিক বিশ্লেষক। কৌশলগত কারণে বিএনপিকে মাইনাস করে একটি চক্রের ইশারায় ড. কামালরা বিএনপির ঘাড়ে চড়ে দলটিকে চোরাবালিতে ডুবিয়ে দিচ্ছেন বলেও তারা অভিমত প্রকাশ করেছেন। আর ক্ষমতায় যাওয়ার আশায় ড. কামালদের মত পথভ্রষ্টদের হাত ধরে রাজনীতির অন্ধকার চোরাগলিতে হারিয়ে যাচ্ছে বিএনপি বলেও শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায়, দীর্ঘ সময় ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপি বিভিন্ন অযৌক্তিক ও উদ্দেশ্যহীন রাজনীতির কারণে দেশে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে। জামায়াতের ভুল পরামর্শে পাকিস্তানের আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে বাংলাদেশের রাজনীতিতে সুবিধা আদায় করতে ব্যর্থ বিএনপি যেকোন উপায়ে ক্ষমতায় আসতে মরিয়া হয়ে ওঠে। এ কারণে তত্ত্বাবধায়ক সরকারের আমলে মান্নান ভূঁইয়ার মত সংস্কারপন্থী নেতারা বিএনপির আদর্শ ভুলে গিয়ে বিভিন্ন চক্রের প্রলোভনে পড়ে ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্ন পাঁয়তারা করেন। মান্নান ভূঁইয়াদের কারণে বিএনপিকে যথেষ্ট ভুগতে হয়েছে। ২০১৮ সালে এসে পুনরায় বিএনপি বিভ্রান্তির জালে আটকা পড়ে। বিএনপি পরিচালনা করছে এক সময় বিএনপির কঠোর সমালোচনাকারী শক্তিগুলো।

এই বিষয়ে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ড. তারেক শামসুর রেহমান বলেন, প্রতিবার ক্ষমতায় যাওয়ার সময় বিএনপি বড় বড় রাজনৈতিক ভুল করে থাকে। অতীতে নিজের মানুষরা বিএনপির ক্ষতি করেছে। মান্নান ভূঁইয়ারা বিএনপিকে বিভক্ত করেছিলেন একবার। ২০১৮ সালে এসে বিএনপি ড. কামালের মত রাজনৈতিকভাবে দ্বিধাগ্রস্ত ব্যক্তির পাল্লায় পড়েছে। বিএনপির নেতৃবৃন্দ বুঝতে পারছেন না যে কৌশলে দলটিকে বিভিন্ন ব্যক্তি দ্বারা পরিচালিত করে একটি মহল সুবিধা আদায় করতে চাইছে। ড. কামাল সারাজীবন এন্টি বিএনপি ছিলেন। তিনি এখন বিএনপিকে পথ দেখাচ্ছেন। বিএনপিকে দেশের রাজনীতি থেকে মাইনাস করতে ড. কামাল মিডিয়া হিসেবে কাজ করছেন।

বিএনপির ঘাড়ে সওয়ার হয়ে ড. কামালরা দলটিকে বিভ্রান্ত করে জনবিচ্ছিন্ন করছেন। বিএনপিকে চোরাবালিতে ডুবিয়ে দিচ্ছেন তারা। তাদের নির্বাচন কেন্দ্রিক জোটের ফাঁদে পা দিয়ে বিএনপি মূলত নিজেদের অস্তিত্ব বিলীন করার মত দুঃসাহস দেখিয়েছে। ড. কামালদের হাত ধরে বিভ্রান্ত হয়ে বিএনপি রাজনীতির অন্ধগলিতে হারিয়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *