জি.এস.টেক’র উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডলাইন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ফেনী প্রতিনিধিঃ

তথ্যপ্রযুক্তি খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী তরুণ-তরুণীদের পদচারণায় গ্রেট এন্ড স্মার্ট টেকনোলজী লিঃ’র উদ্যোগে ২০ অক্টোবর’১৮ শনিবার বিকালে ‘ক্যারিয়ার গাইডলাইন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

 

জিএস টেকের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ ইউনুসের সঞ্চালনায় ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ে পরামর্শমূলক বক্তব্য রাখেন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, গ্রেট এন্ড স্মার্ট টেকনোলজী লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মেহরাব হোসেন মেহেদী, ফেনী জব্স এর প্রধান নির্বাহী রাশেদুল হাসান, নতুন ফেনীর ব্যবস্থাপনা সম্পাদক শহিদুল ইসলাম সনেট, এলআইসিটি টপ-আপ আইটি শিক্ষার্থী সরওয়ার প্রমুখ।

 

বক্তব্যে রফিকুল ইসলাম সেমিনারে বলেন, এলআইসিটি প্রকল্পের প্রশিক্ষণপ্রাপ্তরা দেশে তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ ও ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

সেমিনারে গ্রেট এন্ড স্মার্ট টেকনোলজী লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মেহরাব হোসেন মেহেদী বলেন, বিশ্বমানের প্রশিক্ষণে আমরা এলআইসিটি প্রকল্পের আওতায় ফেনীতে ৪’শত শিক্ষার্থীকে দক্ষতার সহিত প্রশিক্ষণ দিতে পেরেছি। এর মধ্যে ২’শত বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিতে স্নাতক তরুণ-তরুণীকে ‘টপ আপ আইটি’ এবং ‘নন-আইটি’ বিষয়ে অধ্যায়নরত ২’শত তরুণ-তরুণীকে ফাউন্ডেশন প্রশিক্ষণ দিয়েছি।

 

যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান আর্নস্ট অ্যান্ড ইয়ং এর সহযোগিতায় জিএস টেকনোলজি লিঃ ‘টপ-আপ আইটি’ প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের অন্তত ৬০ শতাংশের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করি।

 

বিশ্বব্যাংকের অর্থায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) ‘লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, গভর্নেন্স’ (এলআইসিটি) প্রকল্পের আওতায় জিএস টেকনোলজি লিঃ এর টপ আপ আইটি শিক্ষার্থীদের জন্য ‘ক্যারিয়ার গাইডলাইন’ শীর্ষক সেমিনারের আয়োজন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *