সুমন মালাকার, কােটচাঁদপুর :
ঝিনাইদহের কােটচাঁদপুর ২১০ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়লব্ধে ২৫০০/- টাকাসহ প্রদীপ নন্দী (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কােটচাঁদপুর থানা পুলিশ।
সে কােটচাঁদপুর পৌর শহরের বাজবামনদহ গ্রামের দুলাল নন্দীর ছেলে।
কােটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, গােপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কােটচাঁদপুর পৌর বাস টার্মিনাল এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে কােটচাঁদপুর থানার এস.আই মর্তুজা মাহমুদ সজীব, এ.এস.আই কাজী ইমরানসহ সঙ্গীয় ফাের্স সােমবার রাত সাড়ে আটটার দিকে পৌর বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে প্রদীপ নন্দী নামে এক মাদক ব্যবসায়ীকে ২১০ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়লব্ধে ২৫০০/- টাকাসহ তাকে আটক করে। বাকীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
তিনি আরও জানান, এ বিষয়ে কাটচাঁদপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।