ফেনী প্রতিনিধি :
বিশ্ব খাদ্য দিবসে “খাদ্য অধিকার বাংলাদেশ ’’ফেনী জেলা কমিটির আয়োজনে মঙ্গলবার বিকালে ফেনী শহীদ মিনারের সামনে মানববন্ধন ও র্যালী অনুষ্ঠিত হয়। জেলা কমিটির সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম নান্টুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক লিয়াকত আলী আরমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন , যুব উন্নয়ন ফেনীর উপ পরিচালক মাকসুদুর রহমান , কবি ইকবাল চৌধুরী, সংগঠনের সহ সভাপতি কাজী নোমান, ফরিদা ইয়াসমিন, সম্পাদকমন্ডলীর সদস্য সৈয়দ মনির আহমদ, জয়নুল আবেদীন রাসেল, এম.এন.কে রুবেল, মানব কল্যান সোসাইটির চেয়ারম্যান দেলোয়ার হোসেন বাহার প্রমুখ।
বক্তারা বলেন, ন্যায্য দাবী মেনে নিয়ে চলতি সংসদে খাদ্য অধিকার আইন পাশ করতে হবে।