কালিগঞ্জে সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন : করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক 

শেখ আমিনুর হোসেন,সাতক্ষীরা ব‍্যুরো চীফ: সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন  আমাদের করণীয় শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পিস প্রেসার গ্রুপ কালিগঞ্জের আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্টের সহযোগীতায় রবিবার সকালে কালিগঞ্জ  উপজেলা অফিসার্স ক্লাবে গোল টেবিল বৈঠকে সুজন কালিগঞ্জ উপজেলার সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গনমাধ্যমকর্মী, পিপিজি গ্রুপের সদস্য ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গ অংশগ্রহন করেন। সুজন কালিগঞ্জের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় গোল টেবিল বৈঠকে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান, উপজেলা জাতীয় পাটির সভাপতি সাবেক চেয়ারম্যান মাহবুবর রহমান, জাসদের কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ আশেক এলাহী, উপজেলা বি এন পি’র সাবেক সাধারন সম্পাদক, সাবেক চেয়ারম্যান অধ্যাঃ আলহাজ্ব আব্দুল খালেক, বিজিবি’র উপজেলা সভাপতি শেখ হুসাইন আহম্মেদ গোলাম, কালিগঞ্জ কলেজের অধ্যক্ষ জি এম রফিকুল ইসলাম, রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফুরুল আলম বাবু, বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান,  কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি অধ্যাঃ নিয়াজ কওছার তুহিন, কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন্দ্রনাথ বাছাড়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ মিলন কুমার ঘোষ, বিশিষ্ট কবি ও সাহিত্যিক মনজুর লুতফর রহমান মোড়ল, পার্ক কমিটির সাধারন সম্পাদক এ্যাডঃ জাফরউল্যাহ ইব্রাহিম, সাবেক অধ্যাপক শ্যামাপদ দাশ, সুশীলনের উপ পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, উপজেলা ঈমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুল গফুর,  উপজেলা ছাত্রলীগের সভাপতি শাওন আহম্মেদ শোহাগ, সাবেক সভাপতি গৌতম কুমার লস্কর প্রমুখ। অনুষ্ঠানে মুল আলোচক ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের খুলনা বিভাগীয় সমন্বয়ক মাসুদুর রহমান রনজু। গোল টেবিল বৈঠকের বিষয়বস্তু পাঠ করেণ অনুষ্ঠানের সভাপতি শেখ সাইফুল বারী সফু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *