ফেনীতে বাল্য বিয়ে নিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন

ফেনী প্রতিনিধি->>

ফেনীতে বাল্য বিয়ে নিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে ফেনী শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে মানববন্ধনে প্রথান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান।

বাংলাদেশ শিশু একাডেমী ফেনী জেলা শাখার উদ্যোগে শিশু সপ্তাহ উপলক্ষে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আবসার ভূঁঞার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা এস. এম ছাইদুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক মো. মাকসুদুর রহমান, জাতীয় সমাজ কল্যান পরিষদ সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গর আলম নান্টু, ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ।

এসময় উপস্থিত ছিলেন সী ফাউন্ডেশানের নির্বাহী পরিচালক সাংবাদিক নাজমুল হক শামীম, ফেয়ার’র নির্বাহী পরিচালক কাজি সালাহ উদ্দিন, আরবান ইউথ সোসাইটির লিয়াকত আলী আরমান, সাংস্কৃতিক সংগঠক হুমায়ুন মজুমদার প্রমুখ।

মানবন্ধনে ফেনী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়, ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, বালিকা বিদ্যানিকেতন, শিশু নিকেতনসহ শহরের ১০টি বিদ্যালয়ের পাঁচশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *