সাতক্ষীরার রাশিদা স্কুল এ্যান্ড কলেজে পুরস্কার বিতরন

শেখ আমিনুর হোসেন,সাতক্ষীরা: সাতক্ষীরায় রাশিদা স্কুল এ্যান্ড কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে স্কুল প্রাঙ্গণে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি শামসুজ্জামান বাবলু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর ম্স্তোক আহমেদ রবি। এসময় তিনি বলেন, সন্তানের প্রথম শিক্ষক তার মা। শিশুরা প্রথমে তার মায়ের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে। মায়েরা সন্তানকে লালন পালনের জন্য বেশি পরিশ্রম করে থাকে তার পর পিতা। আজকের এই শিশুদের দেশের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন, সাতক্ষীরা সদরে ৩৫টির ও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। দেশে উন্নয়ন হয়েছে বলেই আজ বাংলাদেশ বিশে^র দরবারে উন্নয়নের রোল মডেল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, শেখ তৌহিদুজ্জামান চপল, জি.এম আসাদুল্লাহ আসাদ, শেখ আমিনুর রহমান, মো. রবিউল ইসলাম, মো. কামারুল কবির চৌধুরী, রাশিদা স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ দেববিন্দু ঘোষ বাপি  ও  মোস্তফা কামাল প্রমুখ। আলোচনা সভা শেষে রাশিদা স্কুল এ্যান্ড কলেজের কোমলমলি শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের শিক্ষিকা সেলিনা ইসলাম শেলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *