ফেনীতে সুবিধাবঞ্চিত মানুষদের জন্য চালু হচ্ছে ’স্মার্ট কার্ড ভিত্তিক স্বাস্থ্য ভাউচার স্কীম

ফেনী প্রতিনিধি : স্থানীয় সরকার, পল্লী উনয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের আওতায় ও ইউরােপীয় ইউনিয়নের আর্থিক সহযােগিতায় তিন বছরব্যাপী ’প্রশমন প্রকল্প’ উদ্বােধন করলাে কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড ও সাজেদা ফাউন্ডেশন। 

 

আজ ১৯ সেপ্টেম্বর, ২০১৮ বুধবার সকাল ১০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়ােজিত অনুষ্ঠানে প্রশমন প্রকল্পের উদ্বােধনী ঘাষণা করেন ফেনী জেলা প্রশাসক  মাে: ওয়াহিদুজজামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী জেলার সিভিল সার্জন ডাঃ হাসান শাহরিয়ার কবীর। 

 

 

উদ্বােধনী বক্তব্যে জেলা প্রশাসক আশা ব্যক্ত করেন যে, ”ফেনীর সুবিধাবঞ্চিত নগর জনগােষ্ঠীর জন্য প্রশমন প্রকল্প স্বাস্থ্য¯সেবার ক্ষেত্রে  নতুন এক সাফল্য বয়ে আনবে”। বক্তব্য শেষে জেলা প্রশাসক স্মার্ট স্বাস্থ্য কার্ডের একটি নমুনা উন্মােচন করার মাধ্যম প্রকল্পের উদ্বােধনী ঘােষনা করেন এবং স্মারক হিসেবে এই কার্ডটি পৌর প্যানেল মেয়র আশরাফুল আলম গীটারকে হস্তান্তর করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *