শাহজালালে ৪৩ লাখ টাকার স্বর্ণবার জব্দ

নিজস্ব প্রতিবেদক :

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার যাত্রীর কাছ থেকে ৮টি স্বর্ণবার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা। উদ্ধার স্বর্ণের ওজন ৮৭০ গ্রাম, যার আনুমানিক মূল্য ৪৩ লাখ ৫০ হাজার টাকা।

শনিবার সকালে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবী থেকে ইওয়াই ২৫৮ ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে। গোপন তথ্যের ভিত্তিতে গ্রিন চ্যানেল অতিক্রম করে বাইরে বের হবার সময় ফ্লাইটটির ৪ যাত্রীকে তল্লাশি চালানো হয়।

সহিদুল ইসলাম বলেন, তল্লাশিকালে তাদের শরীরে, মানিব্যাগে ও প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৮টি স্বর্ণবার উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *