৬ সেপ্টেম্বর ফেনীর বালিগাঁওয়ের জয়নাল মেম্বারের ২য় মৃত্যুবার্ষিকী | বাংলারদর্পন

নিউজ ডেস্ক :৬ সেপ্টেম্বর ফেনী জেলার বালিগাঁও ইউনিয়নের জয়নাল আবদীন মেম্বারের ২য় মৃত্যুবার্ষিকী। ২০১৬ সালের ৬সেপ্টেম্বর রাত ৮টায় সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করে। ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক  জয়নাল আবদীন মেম্বার ছিলেন বালিগাঁও ইউনিয়ন পরিষদের  একজন জনপ্রিয় ও সাহসী মেম্বার। তার জনপ্রিয়তা ও সাহসিকতার জন্যই তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। তার মৃত্যুতে তার পরিবারে নেমে আসে ঘোর অন্ধকার, তার ৬বছর বয়সের এক ছেলে ও ৩বছর বয়সের এক মেয়ে নিয়ে তার স্ত্রী খুব কষ্টে জীবন যাপন করছেন বলে জানাগেছে। তার পরিবারের অভিযোগ জয়নাল মেম্বারের খুনিরা এখনও অাইনের আওতায় অাসেনি।  পুলিশ তাদেরকে গ্রেফতার করছেন না। জয়নাল মেম্বারের স্ত্রী জয়নাল মেম্বার হত্যার বিচার চেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *