১৪ কেজি স্বর্ণসহ ছয় চোরাকারবারি আটক

নিউজ ডেস্ক

ঢাকা-সিলেট মহাসড়কের গ্রিনলাইনের একটি যাত্রীবাহী বাসের ছয় যাত্রীর কাছ থেকে ১২০ টি স্বর্ণের বার উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এই ঘটনায় ওই ছয়জনকেই আটক করা হয়েছে। র্যাব বলছে, এই ছয় যাত্রীই স্বর্ণ চোরাকারবারী।

আজ সোমবার র্যাব সদর দপ্তরের মিডিয়া শাখার সহকারী পরিচালক এ এসপি মিজানুর রহমান জানান, নরসিংদীর পাঁচদোনা এলাকায় বাসটি থামিয়ে এই পরিমাণ স্বর্ণ জব্দ করা হয়। ১২০ টি স্বর্ণের বারের মোট ওজন ১৪ কেজি এবং এগুলোর আনুমানিক দাম ছয় কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *