নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে না চাইলে ইভিএম নয় নিবন্ধন দিন- মোমিন মেহেদি

নিজস্ব প্রতিবেদক :

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে না চাইলে ইভিএম না নিবন্ধন দিন। নতুননধারা বাংলাদেশ এনডিবির মত অবিরত কাজ করে যাওয়া অন্তত ২ টি রাজনৈতিক প্লাটফর্মকে নিবন্ধন দিয়ে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সত্যিকার্থেই জনগনের রায়ের মাধ্যমে সফল করুন।

তা না হলে কাদা ছোড়াছুড়ির রাজনীতির মধ্য দিয়ে কেচো খুড়তে গিয়ে সাপ বেরিয়ে আসতে পারে। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন : নিবন্ধন প্রদানের প্রয়োজন’ শীর্ষক আলোচনা সভায় তিনি প্রধান নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে আরো বলেন, এই দিন দিন না আরো দিন আছে। সেই দিনে আপনার নামের উপর মানুষ থুতু ফেলবে, যদি এই দিনে নতুন প্রজন্মের রাজনীতিকদেরকে বঞ্চিত করেন। তাছাড়া এই নিবন্ধন প্রক্রিয়া যে, জনবান্ধব নয়; কেবলমাত্র কিছু লুটেরাদের রাজনৈতিক কারণে নির্মিত হয়েছে, তা দেশের সকল মানুষ জানে। নতুনধারা বিশ্বাস করে রাজনৈতিকভাবে বাংলাদেশে স্বাধীনতার পক্ষে অনিবন্ধিত আরেকটিধারা নতুনধারার পাশাপাশি সারাদেশে কাজ করছে। ৭৬ টি রাজনৈতিকধারার মধ্যে নতুনধারা ও অপর রাজনৈতিক ধারাটিকে নিবন্ধন প্রদানের মধ্য দিয়ে আসন্ন নির্বাচনকে প্রাণবন্ত করে তোলার চেষ্টা আপনাকে বাঁচিয়ে রাখবে অনন্তকাল। তা না হলে নিক্ষিপ্ত হবে ইতিহাসের ঘৃণা পর্বে।

নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযাদ্ধা লায়ন আবুল কাশেম ভূঁইয়ার সভাপতিত্বে ৩ সেপ্টেম্বর সকাল ১০ টায় বিসিডব্লিউ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার গাজী একরামুল হক লিটন, ভাইস চেয়ারম্যান মাহামুদ হাসান তাহের, মহাসচিব হাসিবুল হক পুনম, সিনিয়র যুগ্ম মহাসচিব ইব্রাহিম খলিল প্রধান, যুগ্ম মহাসচিব আনোয়ার হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সম্পািদদক লিটন দ্রং, শিক্ষা সম্পাদক আনোয়ার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার প্রমুখ বক্তব্য রাখেন। উল্লেখ্য, মোমিন মেহেদীর প্রতিষ্ঠিত রাজনৈতিকধারা নতুনধারা বাংলাদেশ এনডিবি ৪২ জেলা, ১০২ উপজেলা কমিটি, কার্যালয়ের চুক্তি, ট্রেজারারি চালানের কপি, ব্যাংক একাউন্ট, বিধিমালা, গঠনতন্ত্র, ঘোষণাপত্র সহ সকল শর্তপূরণ করে নির্বাচন কমিশনে আবেদন করেছে।

বায়ান্নকে প্রেরণা, একাত্তরকে চেতনা ও সকল জাতীয় বীরের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে ক্ষুধা-দুনীতি-সন্ত্রাস- বকারত্ম সহ সকল অন্যায় মুক্ত সত্যিকারের সোনার বাংলাদেশের জন্য নিবেদিত নতুনধারা বাংলাদেশ এনডিবি এবার ইসিতে আবেদনকৃত ৭৬ টি রাজনৈতিক প্লাটফর্মের মধ্যে সবচেয়ে আলোচিত ও সক্রিয় আন্দোলন-সংগ্রামে-সাহসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *