ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক :

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথাক্রমে বঙ্গভবনে ও গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন।

আজ বুধবার ঈদের দিন সকাল ১০টা থেকে বঙ্গভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় শুরু করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। বেলা ১২টা পর্যন্ত রাষ্ট্রপতি রাজনীতিবিদ, বিচারক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী এবং বেসামরিক, সামরিক কর্মকর্তাসহ সর্বস্তরের জনগণ ও পেশাজীবীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আজ বুধবার গণভবনে সকাল ১০টা থেকে দলীয় নেতাকর্মী, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবীসহ সর্বস্তরের জনগণ ও পেশাজীবীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শুরু করেন। এই শুভেচ্ছা বিনিময় পর্ব চলবে বেলা ১১টা পর্যন্ত। এরপর গণভবনেই বেলা ১১টা থেকে বিচারক, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ, বিদেশি কূটনীতিক, সিনিয়র সচিব এবং সচিব পদমর্যাদার বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *