চট্টগ্রাম ব্যুরো :
চট্টগ্রাম রাউজানে অস্ত্র সহ আটক হয়েছে ২ সন্ত্রাসী। শুক্রবার রাতে শহরের বায়েজিদ থানা পুলিশ এলাকার লোকজনের সহযোগিতায় আটক করে রাউজানের হলদিয়া ইউনিয়নের এয়াছিন্নগর গ্রামের আনোয়ার মিয়ার পুত্র মহিউদ্দিন( ২৮) ও মৃত আব্দুছ ছালামের পুত্র মুহাম্মদ খিদার মিয়া( ৩৫) কে।পরে রাউজান থানার ওসি কেপায়েত উল্লাহ ও এস আই সাইমুল সহ সঙ্গীয় ফোর্সরা বায়েজিদ থানা থেকে আটককৃতদের নিয়ে রাউজানে অভিযান চালায়।এতে মহিউদ্দিন শিকার করে তার বসতঘরে ২ টি অস্ত্র লুকিয়ে রেখেছে সে।পরে পুলিশ খাটের নিছে থেকে একটি শর্টগান সদৃশ একনলা দেশীয় তৈরী বন্দুক ও একনলা বিশিষ্ট দেশীয় তৈরী বন্দুক উদ্দার করে। ওসি কেপায়েত গতকাল শনিবার দুপুরে সাংবাদিকদের জানান আটক হওয়া ২ জনই হলদিয়া ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক হাসান মুরাদ রাজু হত্যা চেষ্টা মামলার আসামী।মহিউদ্দিনের আগের একটি খুনের মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী ছিল।এদিকে থানার এস আই সাইমুল বাদী হয়ে ২ জনের বিরুদ্বে অস্ত্র আইনে মামালা দায়ের করে আসামীদের আদালতে প্রেরন করেছেন।ওসি জানান আসামীদের বিরুদ্বে আদালতে রিমান্ডের আবেদন করা হবে।