চট্টগ্রাম ব্যুরো :
চট্টগ্রামের রাউজানে ষড়যন্ত্রের আগুনে ৩টি গবাদিপশু পুড়ে মারা গেছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার রাউজান ইউনিয়নের জারুল তলা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, মো. সালাউদ্দিনের গরু-ছাগলের খামারে আগুন লেগে ২টি গরু ও একটি ছাগল পুড়ে মারা গেছে। অগ্নিদগ্ধ হয়েছে আরো ৩টি গরু। খামার পুড়ে যাওয়ার দৃশ্য দেখে কাঁন্না করতে করতে মাথা ঘুরে পড়ে মাথায় আঘাত পেয়েছেন খামারী সালাউদ্দিন। পরে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে ফিরেন। খামারী মো. সালাউদ্দিন বলেন, কোরবানে বিক্রির জন্য এবার আমি ১০/১২টি গরু ও কয়েকটি ছাগল লালন পালন করেছি। তিল তিল করে গড়ে তোলা খামারে কেউ ষড়যন্ত্রমূলকভাবে আগুন লাগিয়ে দিয়েছে। এতে আমার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। ষড়যন্ত্রের আগুনে পুড়ে গেছে আমার স্বপ্ন। এই প্রসঙ্গে রাউজান থানার ওসি কেপায়েত উল্লাহর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘অগ্নিকান্ডের ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।’