
জেড. এ. মাসুদঃ আগামী ৩০ দিনের মধ্যে চট্টগ্রাম মহানগরীর সকল সাইনবোর্ড বাংলায় রূপান্তর করতে হবে। তবে বাংলাকে প্রাধান্য দিয়ে ছোট পরিসরে ইংরেজি কিংবা অন্য ভাষা রাখারও সুযোগ থাকছে।
জানতে চাইলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আ জ ম নাছির উদ্দিন বলেন, পৃথিবীতে একমাত্র বাঙালি জাতি বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছে। এটি এখন আন্তর্জাতিক ভাষা। ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্ববাসী পালন করছে। এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা। বাংলাদেশ একটি জাতি রাষ্ট্র। ১৯৫২ সনে মায়ের ভাষার রাষ্ট্রীয় স্বীকৃতির জন্যও বাংলাদেশের মানুষ অকাতরে রক্ত দিয়েছে। প্রদর্শিত সকল সাইনবোর্ড বাংলা ভাষায় লেখার বিষয়ে সরকারের নির্দেশনা থাকা সত্ত্বেও অসংখ্য সাইনবোর্ড ইংরেজিসহ অন্যান্য ভাষায় পরিলক্ষিত হচ্ছে, যা কাক্সিক্ষত নয়। চসিক এলাকায় বিদ্যমান সকল সাইনবোর্ড আগামী ৩০ দিনের মধ্যে বাংলা ভাষায় রূপান্তর করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আমাদের মায়ের ভাষার প্রতি সম্মান জানিয়ে নগরবাসী এই সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতা করবেন বলে আশা প্রকাশ করছি। যদি কেউ ইচ্ছে করেন বাংলার পাশাপাশি ছোট পরিসরে ইংরেজিতেও লিখতে পারবেন। অন্যথায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকারের নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।