বাংলাদেশে ১৩০০ নদ-নদীর মধ্যে ৬০০ শুকিয়ে গেছে 

 

 

ছবি: সংগৃহিত

 

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশে নদ-নদী শুকিয়ে ১৩০০টি থেকে কমে ৭০০তে নেমে এসেছে বলে একটি আলোচনা সভায় তুলে ধরা প্রতিবেদনে জানানো হয়েছে।

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে নদী বাঁচাও আন্দোলনের উদ্যোগে ‘নদ-নদী রক্ষায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এতথ্য জানানো হয়।

সভায় প্রকৌশলী জাবের আহম্মেদ ও মুহাম্মদ আনোয়ার হোসেন যৌথভাবে প্রতিবেদনটি উপস্থাপন করেন।

প্রতিবেদন বলা হয়, “স্বাধীনতার পর ১৩০০ নদ-নদী থেকে এখন কোনো রকম ৭০০টি টিকে রয়েছে। এর মধ্যেও প্রবাহমান নদীর সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। তাই ঢাকার আশপাশ এলাকার মাত্রাতিরিক্ত দূষণ রোধে জরুরি ভিত্তিতে স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া দরকার। পাশাপাশি তা এক থেকে পাঁচ বছরের মধ্যে বাস্তবায়ন করা জরুরি।”

সভায় বক্তব্য রাখেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম, প্রকৌশলী ম. ইনামুল হক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজা খাতুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *