"জড়িতদের দৃষ্ট্রান্তমুলক শাস্তি চায় মসজিদ কমিটি"
ফেনী প্রতিনিধি :
ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর ধর্মপুর গ্রামের মধ্যমপাড়া জামে মসজিদের প্রায় দুই একর জমির মাটি কেটে বিক্রি করে দিয়েছে স্থানীয় কয়েকজন যুবক। এ ঘটনায় জড়িত ১৩ জনের বিরুদ্ধে ফেনী আদালতে মামলা দায়ের করেছেন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কবির আহম্মদ চৌধুরী।

আসামিগন হলেন, দক্ষিন ধর্মপুরের নিজাম উদ্দিন, উত্তর ধর্মপুরের আবদুল হান্নান, আবদুল লতিফ, সাইফুল ইসলাম, হাফেজ আহম্মদ, নেজাম উদ্দিন, মোহাম্মদ হানিফ, জয়নাল আবদিন, তাজুল ইসলাম, আবুল কাশেম, আবদুল মান্নান, নজরুল ইসলাম ও মোহাম্মদ ইয়াহিয়া।
আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন।
জানাযায়, গত সপ্তাহে মধ্যমপাড়া জামে মসজিদ ও মাদরাসার ১৮২ শতাংশ ফসলি জমির উপরিভাগের মাটি বেকু দিয়ে কেটে বিক্রি করে দেয় ওই আসামিগন।
মামলা দায়ের পরবর্তি (রবিবার) এক সংবাদ সম্মেলনে মসজিদ কমিটির সভাপতি কাজী আবুল কালাম ও সাধারণ সম্পাদক কবির আহম্মদ চৌধুরী বলেন, মসজিদের জমির মাটি লুটের সাথে জড়িতরা নিজেদেরকে মসজিদ কমিটির লোক দাবি করে। তাদের কমিটির কার্যক্রম আদালত স্থগিত করেছেন।
আসামিগণ পরষ্পর যোগসাজশে ১৮২ শতাংশ ফসলি জমির প্রায় ২১ লক্ষ টাকার মাটি লুট করে নিয়ে গেছে। দিনে-রাতে তাদের মাটি লুটের দৃশ্য মোবাইলে ধারণ করেছেন গ্রামবাসী। মাটি কাটায় বাধা দেয়ায় এলাকাবাসীসহ মসজিদ কমিটির সদস্যদের উপর হামলা করেছে আসামিরা।
এ ব্যপারে নিজাম উদ্দিন বলেন, মসজিদ কমিটি, মসজিদ ও মাদরাসার উন্নয়নের প্রয়োজনে মাটি বিক্রি করেছেন। কমিটি নিয়ে দ্বন্ধ আছে, আদালতে একটি মামলা বিচারাধীন আছে। এজন্য পুর্বের কমিটি’ এ নিয়ে বাড়াবাড়ি করছে। তারা যদি মামলা করে, আদালতে ফায়সালা হবে।
বাদি পক্ষের আইনজীবী সমির কর বলেন, ফসলি জমির মাটি ক্রয় -বিক্রয় দণ্ডনীয় অপরাধ। ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত পরশুরামের বিচারিক হাকিম মামলাটি আমলে নিয়ে সকল আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন।