নিউজ ডেস্ক: নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নার আবারও রাজনৈতিক ষড়যন্ত্রের ফোন কল কল রেকর্ড ফাঁস হয়েছে। এই ফোন কলের স্থায়ীত্ব ছিল এক মিনিটের একটু বেশি সময়। কল রেকর্ডে শুনা যায়, মান্নার এক কর্মী তাকে সালাম দিয়ে জানতে চায়, দেশের রাজনৈতিক অবস্থা, তাদের করণীয় কি। রেকর্ডটি হুবহু তুলে ধরা হলো:
কর্মী: আসসালামু আলাইকুম লিডার।
মান্না: ওলাইকুম সালাম।
কর্মী: ফোন দিলাম যে আমরা তো উত্তরার দিকে আছি, সারাদেশ তো সেরকম উত্তাল, রাজনীতি কোন দিকে যাচ্ছে, আমরা আসবো কিনা তাই।
মান্না: রাজনীতি মানে, আমরা তো বসছি, আমরা এখনো ঠিক করি নাই।
কর্মী: ছাত্রলীগ তো প্রচুর মারধর করতাছে।
মান্না: আন্দোলন মিরপুরে চালু রাখবে, তোমরাও চালু রাখো, ছেলেদের সাথে তোমাদের সম্পর্ক তৈরি হয়েছে না?
কর্মী: সম্পর্ক মানে আমরা কালকেও ছিলাম। একটা সমস্যা হচ্ছে, সিনিয়র যারা আন্দোলনে যাচ্ছে, তাদেরকে ফলো করতাছে।
মান্না: তুমি যোগাযোগ রাখো, বাসায় যাও, ওটা করতে হবে।
কর্মী: আমি উত্তরার দিকে আছি, এয়ারপোর্টে যাইনি, এয়ারপোর্টে একটা ছেলে ঠিক করেছি, তার মোবাইলে পঞ্চাশ টাকা দিয়েছি, আমরা আমাদের মতো করে যাচ্ছি, ঠিক আছে লিডার।
মান্না: আমরা কিন্তু পরশু সকালে প্রোগ্রামটা করবো। খেয়াল রাইখো।