ফুলবাড়ীতে ভূয়া পুলিশ আটক

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে হাবিবুর রহমান নামে পুলিশ পরিচয় দেওয়া এক ব্যক্তিকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। গত ৩ ফ্রেব্রয়ারি শুক্রবার সন্ধ্যা ৭টার সময় বারোকোণা ব্রিজ সংলগ্ন স্থানে পুলিশ মটরসাইকেল লাইসেন্স যাচাইয়ের সময় বিরামপুর থেকে ফুলবাড়ী অভিমুখে আসার পথে একটি লাল রঙের পালসার গাড়ি নীলফামারী ঐঅ- ২০-১২৮৯ সহ হাবিবুর রহমান (৩৫) কে গাড়ির কাগজ পত্র যাচাইয়ের জন্য জিজ্ঞাসাবাদ করলে সে পুলিশ সদস্যর পরিচয় দেয়। সন্দেহ হলে তাকে ফুলবাড়ী থানায় নিয়ে এসে তল্লাশী করে একটি ভূয়া আইডি কার্ড, একজোড়া পুলিশের জুতা পাওয়া যায়। যাচাই করলে জানা যায়, আটককৃত ব্যক্তি একজন ভূয়া পুলিশ। হাবিবুর রহমান পার্বতীপুর উপজেলার মোজাফ্ফর নগর গ্রামে মৃত লতিফ এর পুত্র।
এ ব্যাপারে ফুলবাড়ী থানায় এস আই এশরাকুল বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-৪, তারিখ- ০৩/০২/২০১৭ ইং। আটককৃত ব্যক্তিকে গতকাল শনিবার দিনাজপুর জেল হাজতে প্রেরণ করে। এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোকছেদ আলী জানান, সে দীর্ঘদিন ধরে পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল। তার ভূয়া পরিচয় পত্র যাচাই করলে জানা যায়, সে কোন পুলিশ সদস্য নয়।
« এমপি সুরঞ্জিত অার নেই (Previous News)
(Next News) সাংবাদিকরা বাধাগ্রস্ত হলে বিচার করবে প্রেস কাউন্সিল »
Related News

ফুলবাড়ীতে ধরলা নদীর তীর সংরক্ষণ কাজের উদ্বোধন
রতি কান্ত রায়, কুড়িগ্রাম কুড়িগ্রমের খড়স্রোতা ধরলা নদীর বন্যা নিয়ন্ত্রণসহ বাম ও ডানতীর সংরক্ষণ প্রকল্পেরRead More

কুড়িগ্রামে ধরলা ব্রিজের নিচ থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার পুলিশ
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে ধরলা নদীর ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।Read More