বরিশাল সিটি নির্বাচন : জনমত জরিপে এগিয়ে সাদিক আব্দুল্লাহ | বাংলারদর্পন 

নিউজ ডেস্ক : আগামী ৩০ জুলাই আসন্ন বরিশাল সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষ্যে সিলেট সিটির মেয়র প্রার্থীদের জনপ্রিয়তা ও নির্বাচনে জয়ের সম্ভাবনা বিষয়ে জনমত জরিপ করেছে স্বনামধন্য এনজিও ‘পল্লী উন্নয়ন সংস্থা’। জরিপে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বরিশালে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সাদিক আব্দুল্লাহর নৌকা প্রতীক জনমত এগিয়ে আছে। দ্বিতীয় অবস্থানে আছে বিএনপির বর্তমান যুগ্ম-মহাসচিব ও মেয়র প্রার্থী অ্যাড. মুজিবর রহমান সারোয়ার।

সূত্র জানায়, সম্প্রতি বরিশাল শহরে ভোটের পূর্ব মুহূর্তে তাৎক্ষণিক জনমত জরিপ চালায় পল্লী উন্নয়ন সংস্থা। সেখানে ব্যাপক ব্যাবধানে এগিয়ে সাদিক আব্দুল্লাহ। উক্ত জরিপে আরো দেখা গেছে, নৌকা প্রতীকে নির্বাচন করা মেয়র প্রার্থী সাদিক আব্দুল্লাহকে ভোট দেয়ার পক্ষে রয়েছে ৫৬% মানুষ। অন্যদিকে ধানের শীষে প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বী করা মুজিবর রহমান সারোয়ারের পক্ষে রয়েছে ৩১% মানুষ। অন্যদিকে ইসলামী আন্দোলন এর হাতপাখা ৭% এবং ৬% ভোটার কোন মন্তব্য করতে রাজি হয়নি।

জরিপের তথ্য অনুযায়ী, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সাদিক আব্দুল্লাহর নৌকা প্রতীকে প্রচারণা ব্যাপক স্বতঃস্ফূর্ততা ও উদ্দীপনা লক্ষ্য করা গেলেও পিছিয়ে পড়েছে অন্যান্য প্রার্থীরা। তাদের নির্বাচনী প্রচারণাতেও কর্মীদের সমাগম তুলনামূলক কম লক্ষ্য করা যাচ্ছে। ফলে নির্বাচনের ঠিক আগ মুহূর্তের জরিপে ২৫% পিছিয়ে পড়ায় মুজিবুর রহমান সারোয়ারের নেতা কর্মীসহ অন্যান্য প্রার্থীরা মনস্তাত্ত্বিকভাবে ভেঙে পড়েছে বলে জানায় সূত্র।

বরিশাল সিটি নির্বাচন জনমত জরিপে এগিয়ে সাদি

এ বিষয়ে বরিশাল নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর বলেন, রাজনীতিতে এক যোগ্য উত্তরসূরী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। জনগণ তাকে নির্বাচিত করে বরিশালের উন্নয়ন দেখতে চায়। আর তাই জনগণ স্বতস্ফূর্তভাবে সাদিক ভাইকে ভোট দিতে প্রস্তুত হয়ে আছে। সারা বাংলাদেশে যেভাবে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে সেটি বরিশালেও পরিলক্ষিত হচ্ছে।

উল্লেখ্য, ২৮ জুলাই মধ্যরাতে শেষ হচ্ছে সিটি নির্বাচনের প্রচার প্রচারণা। বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাদিক আব্দুল্লাহ ছয় প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *