নতুনধারার সম্মিলনে মেহেদী চেয়ারম্যান, শান্তা ভাইস চেয়ারম্যান ও পুনম মহাসচিব

ঢাকা অফিস :

নতুনধারা বাংলাদেশ এনডিবির ষষ্ঠ জাতীয় সম্মিলনে ষষ্ঠবারের মত ডেলিগেটরদের রায়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নতুনধারার রাজনীতির প্রবর্তক কলামিস্ট মোমিন মেহেদী। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী হিসেবে বিজিত হলে সর্বসম্মতিক্রমে সিনিয়র ভাইস চেয়ারম্যান হন শান্তা ফারজানা। মহাসচিব নির্বাচিত হন হাসিবুল হক পুনম।

ভাইস চেয়ারম্যান ফরহাদুল ইসলাম কামাল, মাহামুদ হাসান তাহের, মুমতাহিনা মুন, চন্দন সেনগুপ্ত, শেখ হাবিব খোকন, সিনিয়র যুগ্ম মহাসচিব ইব্রাহিম খলিল প্রধান, যুগ্ম মহাসচিব ফরহাদ শিমুল, আনোয়ার হোসাইন ভূঁইয়া, মো. দানেশ ফকির, অর্থ বিষয়ক সম্পাদক আলতাফ হোসেন রায়হান, সহ-অর্থ বিষয়ক সম্পাদক আউয়াল বেপারী, সাংগঠনিক সম্পাদক লিটন দ্রং(ময়মনসিংহ), চাঁদ আহমেদ জীবন (ঢাকা), মামুন বাবুল (বরিশাল), শরৎ ¤্রং(ঢাকা) এস এম সুলতান (রাজশাহী), মো. ইসরাইল (খুলনা), মোশারফ এইচ সাগর (চট্টগ্রাম), গাজী সাদিক (সিলেট), সহ সাংগঠনিক সম্পাদক শেখ রেজাউল করিম, হরিদাস সরকার, আহমেদ ফয়সাল, শিক্ষা বিষয়ক সম্পাদক ডা. আনোয়ার হোসেন সহ শিক্ষা বিষয়ক সম্পাদক সৈয়দ নাজমুল হাসান, হুমায়ুন কবির, রাজিব খান, মোমিনুল ইসলাম, আজহার উদ্দীন তানভীর, সমাজসেবা বিষয়ক সম্পাদক একরামুল হক গাজী, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক আকলিমা বেগম, সহ মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মমতাজ চঞ্চল, মুক্তি সুলতান, শ্রম বিষয়ক সম্পাদক মো. আলমগীর হোসেন, সহ শ্রম বিষয়ক সম্পাদক রাজু আহমেদ, শফিকুল ইসলাম রাজু ও মো. মোতালেব নির্বাচিত হন। আগামী ৩ মাসের মধ্যে প্রেসিডিয়াম মেম্বার চঞ্চল মেহমুদ কাশেম, আহমেদুল কবির খান কিরণ, আলতাফ হোসেন রায়হান ও রহমাতুল্লাহ আলমের তত্বাবধায়নে নতুনধারার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হবে বলে জানিয়েছেন মিডিয়াসেল সদস্য রাব্বী হাওলাদার।

পাশাপাশি সারাদেশ থেকে সকল জেলা ও উপজেলা কমিটির নেতাকর্মীদের কর্মকান্ড ও গতিশীলতার উপর ভিত্তি করে কেন্দ্রীয় উপকমিটিও ঘোষণা করা হবে। ‘নির্বাচনে অংশ নিতে-নিবন্ধন তো হবেই দিতে’ ২৯ জুলাই সকাল ১০ টায় নির্বাচিত সদস্যদের সমন্বয়ে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় মোমিন মেহেদী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা ও মহাসচিব হাসিবুল হক পুনমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নতুনধারার বিভিন্ন জেলা-উপজেলা ও বিভাগীয় শাখার নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *