কবি-সাংবাদিক মাহবুব আলতমাস আর নেই। আজ শুক্রবার (২৭জুলাই) বেলা সাড়ে১২টায় ঢাকার উত্তরায় তার নিজ বাসায় তিনি ইন্তেকাল করেছেন। ।(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
তিনি ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের সেনেরখিল গ্রামের মাস্টারবাড়িতে জন্মগ্রহণ করেন । ১৯৬১ সালে মঙ্গলকান্দি উচ্চবিদ্যালয়ে ম্যাট্রিক, ফেনী সরকারি কলেজে আইএসসি ও চট্টগ্রাম সরকারি কলেজ থেকে বিএসসি পাস করেন। তিনি কয়েকটি পত্রিকায় বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। এ ছাড়া সম্মিলিত সাংস্কৃতিক জোট, সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও ফেনী পোয়েট সোসাইটির সভাপতির পাশাপাশি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন মাহবুব আলতামাস।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম,ফেনী কমিটির সভাপতি জসিম মাহমুদ, সাধারন সম্পাদক সৈয়দ মনির অাহমদ, এবং সোনাগাজী প্রেসক্লাব’ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে ।
#বাংলারদর্পন।