আবু ইউসুফ মিন্টু:-
বন্ধুর বন্ধন পরশুরাম উপজেলা শাখার ব্যাবস্থাপনায় ও অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লার সহযোগিতায় চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকালে পরশুরাম হোসনে আরা বেগম রাণী চৌধুরী ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালে ৬৩ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয় এবং ১০ জন রোগী কে অপারেশন করার জন্য কুমিল্লায় পাঠানো হয়।
চিকিৎসা কার্যক্রম উদ্বোধন করেন বন্ধুর বন্ধন পরশুরাম উপজেলার অন্যতম সদস্য মোঃ ইয়াছিন শরীফ মজুমদার,
এ সময় আরো উপস্থিত ছিলেন বন্ধুর বন্ধনের পৃষ্ঠপোষক সাফায়েত উল্ল্যাহ, বন্ধুর বন্ধন পরশুরাম উপজেলার অন্যতম সদস্য মনিরুল কবির মাসুদ, সাধারণ সম্পাদক কাজী মোঃ ইয়াছিন, পরশুরাম ডায়বেটিক সমিতির কোষাধ্যক্ষ আবদুল খালেক কন্ট্রাকটার, পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি আবু ইউছুপ মিন্টু, পরশুরাম ক্রেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি একরামুল হক চৌধুরী পিয়াস।