মুজিবনগর দিবস উপলক্ষ্যে ফেনীতে প্রামাণ্যচিত্র প্রদর্শন

ফেনী প্রতিনিধি :
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে ফেনী জেলা তথ্য অফিসের আয়োজনে সোমবার সকালে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ- উল হাসান।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) নাদিয়া ফারজানা, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, ফেনীর সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মোতালেব, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী জেলার তথ্য অফিসার রেজাউল রাব্বী মনির।
অনুষ্ঠানের শুরুতেই ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর কর্তৃক নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ পরিচালনা করার জন্য একটি সরকার সৃষ্টি অত্যাবশ্যক ছিলো। এরই আলোকে এই সরকার গঠন করা হয়। মেহেরপুর জেলার সীমান্তে স্থান নির্বাচন করা হয় যেন পাকিস্তানের আক্রমণ এড়ানো যায়।
ভারত যেহেতু মুক্তিযুদ্ধে সর্বাত্বক সহায়তা করেছে, তাই ভারতের সহায়তায় সীমান্তবর্তী মেহেরপুরের বৈদ্যনাথতলায় বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠন করা হয়।
Related News

কুসিক নির্বাচন: আওয়ামী লীগ মেয়র প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাতের মনোনয়নRead More

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক
নোয়াখালী প্রতিনিধি নোয়াখালীর বেগমগঞ্জে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে বেগমগঞ্জ থানা পুলিশ। আটককৃত মো.রবিন উপজেলারRead More