সাংসদ ফজলে করিম চৌধুরীকে ডাঃ রাজা মিয়া স্কুলের ফুলেল শুভেচ্ছা | বাংলারদর্পন 

নিজস্ব প্রতিবেদক :

 

বৃক্ষরোপনে প্রধানমন্ত্রীর হাত থেকে জাতীয় পুরষ্কার অর্জন করায় রাউজানের ১৪৫ নং উত্তর গুজরা ডাঃ রাজা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি এবং বিদ্যালয় প্রতিষ্ঠাতার পরিবারের পক্ষ হতে রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

শুভেচ্ছা জানান, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব মফিজুর রহমান সওদাগরের মেঝ সন্তান, বিশিষ্ট সমাজসেবক মো: লিয়াকত আলী চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি আব্দুল মালেক মেম্বার, বিদ্যালয় পরিচালনা কমিটির বিদ্যুৎসাহী সদস্য, রাউজান প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন রানা প্রমুখ।

 

২১ জুলাই শনিবার সাংসদ ফজলে করিম চৌধুরীর পাথরঘাটাস্থ বাসভবনে শুভেচ্ছা বিনিময়কালে এলাকার শিক্ষা প্রসারে ডাঃ রাজা মিয়ার পরিবারের ভূয়সী প্রশংসা করে বলেন, বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এলাকায় সুশিক্ষিত সমাজ গঠনে মরহুম মফিজুর রহমান সওদাগর বিদ্যালয় প্রতিষ্ঠা করে এই এলাকায় শিক্ষার প্রসারে অনন্য ভূমিকা রাখেন। তার পরবর্তীতে প্রতিষ্ঠাতার পরিবারবর্গ  বিদ্যালয়ের উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে চলেছেন যার ফলশ্রুতিতে বিদ্যালয়টি আজ আলোকিত শিক্ষা প্রতিষ্ঠানে রূপ নিয়েছে।

এ সময় বৃক্ষরোপনের জন্য সারাদেশের মধ্যে শ্রেষ্ট উপজেলা নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রীর হাত থেকে জাতীয় পুরষ্কার লাভ করায় সাংসদে এ বি এম ফজলে করিম চৌধুরীকে ডাঃ রাজা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি এবং বিদ্যালয় প্রতিষ্ঠাতার পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *