এ বাশার চঞ্চল , নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার ১নং খট্টেশ্বর রাণীনগর ইউনিয়ন পরিষদের সাবেক প্রয়াত তিন চেয়ারম্যান আফতাব হোসেন, আব্দুল রহমান ও ফিরোজ খানের স্মরণে ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাণীনগর তরুন সংঘের আয়োজনে স্থানীয় পাট গুদাম মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্ণামেন্টের উদ্বোধন করেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম।
প্রয়াত চেয়ারম্যান আফতাব হোসেনের ছেলে সদর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টুর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আল-ফারুক জেমস, অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ হারুনুর রশিদ, শাকিল খান, শিক্ষক মোফাজ্জল হোসেন প্রমুখ। এই টুর্ণামেন্টে মোট ১৬ টি দল অংশ গ্রহণ করবে। উদ্বোধনের প্রথম দিনে আত্রাই উপজেলা বনাম নওগাঁ সদরের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়।
রাণীনগরে ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন
