মুজিবুর রহমান তোতা, বার্সেলনা ( স্পেন) থেকে :
বুধবার ( ১৮জুলাই) বিকেলে বার্সেলনায় বাংলা স্কুলের পিকনিক এবং বনভোজন উপলক্ষে প্রস্তুতি ও আলোচনা সভা অনুৃষ্ঠিত হয়েছে । প্রতি বৎসরের ন্যায় এবারও বাংলা স্কুলের পক্ষ থেকে পিকনিকে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে , আগামী রবিবার (২২জুলাই২০১৮) তারিখে বার্সেলনা থেকে সকাল ১১টায় এই যাত্রা শুরু হবে ‘ সাবাডেল কিন্ডার গার্ডেন ‘ এর উদ্দেশ্যে । এবার বাংলা স্কুলের সভাপতি এবং ম্যানেজিং কমিটির পক্ষ থেকে দুপুরের খাওয়া ফ্রি দেওয়া হচ্ছে। ছাত্র ছাত্রী অভিভাবক সহ ৩০০ জন পিকনিকে যাচ্ছেন। আলোচনায় উপস্থিত ছিলেন বাংলাস্কুলের চেয়ারম্যান আলা উদ্দিন হক নেসা , সেক্রেটারী জুয়েল আহমদ , কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম , স্কুলের ইংলিশ শিক্ষক শামসুজ্জামান (পায়েল) ম্যানেজিং কমিটির সদস্য শামসুল ইসলাম ,রুহুল আমিন , সাহাদত হুসেন , বাদশাহ মিয়া , অভিভাবক এবং মিউনিটি নেতা আবু তালেব আলমামুন (লেবু) এবং মুজিবুর রহমান তোতা প্রমুখ ।
বক্তারা বলেন আমাদের শিশুর কিশোরদেরকে আমাদের কালচার্ এবং ঐতিহ্যের সাথে পরিচয় করানোর লক্ষে এই উদ্যোগ ।