ওমর ফারুক ঈশান :
ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভাদিন নাজিরহাট বাজারের পশ্চিমে অবস্থিত বৃটিশ আমলের পুরাতন হালদা ব্রীজটি প্রায় ঝুঁকির মধ্যে আছে বল্লেই চলে ।
ব্রিজটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষ ভয়-আতংক নিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পারাপার করছে ।
হালদার পূর্ব পাড়ের পূর্বদিক থেকে আসা শত শত স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীর এখন স্কুল-কলেজে আসা যাওয়া প্রায় বন্ধ হয়ে গেছে। হালদার পূর্ব ও পশ্চিম পাড়ের মানুষের একে অপরের সাথে আসা যাওয়া করা খুব ব্যয়বহুল ও কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।
অন্যদিকে, নাজিরহাট বাজারের ব্যবসায়ীদের ব্যবসায় খুব মন্ধা অবস্তা দেখা দিয়েছে। হালদার পূর্ব পাড়ে ঐতিহ্যবাহি দুটি মাদ্রাসার পশ্চিম পাড়ের শত শত ছাত্র মাদ্রাসায় আসা যাওয়া অনেক কষ্টের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
সরকারী হাসপাতালটিও ব্রীজের পূর্ব পার্শে হওয়ায় পশ্চিম পাশের অনেক ডেলিভারি রোগি ও মুমুর্ষ রোগি হাসপাতালে নেওয়া যাচ্ছেনা।
ঐতিহ্যবাহী এই নাজিরহাট পুরাতন হালদা ব্রীজটি সাধারন মানুষের জীবনকে থামিয়ে দিয়েছে বল্লে চলে ।
গত ৯ জুলাই সোমবার স্থানীয় সরকারের মাননীয় এম.পি সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারি সাহেব সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করে অতি শীঘ্রই নতুন আরেকটা ব্রীজ নির্মাণ করার আশ্বাস দেন।
স্থানীয়দের দাবি অতি শীঘ্রই যাতে এই ব্রীজটি চলাচল উপযোগী করে দেন ।