বিএনপিতে ভাঙনের সুর আরো জোরালো | বাংলারদর্পন

নিউজ ডেস্ক :

দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাদণ্ডের মাত্র কিছুদিনের মাথায় ২০ দলে বেজে উঠেছে ভাঙনের সুর। খালেদার কারাবরণের কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপিতে বিশৃঙ্খলা যখন পরিষ্কার, তখন বিএনপি এর শরিকদল ভাবতে শুরু করেছে বিএনপির সাথে একজোট হয়ে তারা আর থাকবে কিনা সে প্রসঙ্গে। শরিক দল ছাড়া বিএনপি আর কত দূরই বা এগোতে পারবে- সে প্রশ্নই এখন জোরালো হচ্ছে রাজনৈতিক অঙ্গনে।

বিএনপি গঠনতন্ত্রের একচ্ছত্র ক্ষমতার অধিকারী দলীয় চেয়ারপার্সনের কারাবরণ নিশ্চিত হবার পরে পুরোপুরি নেতৃত্বহীন হয়ে পড়ে বিএনপি। নেতৃত্ব প্রদানে বিনপির মহাসচিব মির্জা ফখরুল ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মধ্যকার অন্তর্দ্বন্দ্ব পরিলক্ষিত হয় দুজনের দু’রকম বক্তব্যের মধ্য দিয়ে। খালেদার ইচ্ছানুযায়ী সুদূর লন্ডনে অবস্থানরত তারেকের নির্দেশমতো দল পরিচালনা করতে অনিচ্ছুক অনেক সিনিয়র নেতারাই।

দলের নেতৃত্ব নিয়ে ফখরুল, রিজভী ও তারেকের এমন কাড়াকাড়িতে ইতোমধ্যেই কয়েক ভাগে বিভক্ত হয়ে গেছে দলের নেতাকর্মী ও সমর্থক গোষ্ঠী। বিএনপি থেকে বের হয়ে পৃথক দলে যোগদান ও নতুন কোন দল গঠন করতে পারে সিনিয়র নেতারা, এমনই আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *